দেশ বিদেশ
সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ও ছেলেকে পিটিয়ে জখম
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, সোমবারচট্টগ্রামের সীতাকুণ্ডে জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে ৯নং ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ কদমরসুল এলাকায় গত শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে ভাসুর জাহাঙ্গীর আলম (৪৫)কে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। জানা গেছে, গত শনিবার বিকাল ৫টায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতার বড় ভাই জাহাঙ্গীর উঠানে গালাগালি করতে থাকেন। এ সময় ঘরে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার ছেলে সাইফুদ্দিন (১৫) প্রতিবাদ করলে ছেলেকে ও স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীকে এলোপাতাড়ি লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ভাসুর জাহাঙ্গীর আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভাটিয়ারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মেহের আলী জানান, ইউপি সদস্য শুকুর আলীর সামনে তার বড় ভাই জাহাঙ্গীর হত্যার উদ্দেশ্যে তার স্ত্রী ও ছেলেকে এলাপাতাড়ী পিটিয়ে জখম করেছে। ইউপি সদস্য শুকুর আলী মানবজমিনের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন। সীতাকুণ্ড থানার এসআই রেজাওন জানান, ঘটনাটি তাদের পারিবারিক দ্বন্দ্ব। সে মারামারির ঘটনা স্বীকার করে বলেন, অভিযুক্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
তানজিম সাকিবের স্ট্যাটাস/ পক্ষে-বিপক্ষে নানা মত
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]