ঢাকা, ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

২৭ ব্যবসায় ডিজিটাল চালান বাধ্যতামূলক

অর্থনৈতিক রিপোর্টার

(৭ ঘন্টা আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ৫:২৪ অপরাহ্ন

ভ্যাট ফাঁকি রোধে রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিংবা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। এনবিআর এর ভ্যাট বিভাগ সূত্রে এসব তথ্য জানা যায়।
যেসব ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ও সমজাতীয় চালান ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে সেগুলো হলো- আবাসিক হোটেল, সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব, রেস্তোরাঁ ও ফাস্টফুড শপ, তৈরি পোশাক বিপণন,ডেকোরেটরস ও ক্যাটারার্স, ইলেকট্রনিক/ইলেকট্রিক্যাল গৃহস্থালী সামগ্রী বিক্রয়কেন্দ্র, বিজ্ঞাপনী সংস্থা, শপিং সেন্টার/মল/মার্কেট এর সব ব্যবসায়ী, ছাপাখানা ও বাঁধাই সংস্থা, ডিপার্টমেন্টাল স্টোর ভ্যাটযোগ্য পণ্য ক্রয়/বিক্রয় কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল ফার্মেসি (দেশে উৎপাদিত ওষুধ ব্যাতীত), মিষ্টান্ন ভান্ডার, জেনারেল স্টোর/সুপারশপ এবং স্বর্ণকার, রৌপ্যকার, স্বর্ণের-রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাইকারী।

এছাড়া অন্যান্য বড় ও মাঝারি (পাইকারী ও খুচরা) ব্যবসায়ী, আসবাবপত্রের বিপণন কেন্দ্র, যান্ত্রিক লন্ড্রি, কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস, সিনেমা হল, বিউটি পার্লার, সিকিউরিটি সার্ভিস, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, কোচিং সেন্টার, ভিসা প্রসেসিং/অনলাইন অ্যাডমিশন প্রসেসিং সেন্টার, ভ্যাটের আওতাভুক্ত অন্যান্য পণ্য ও সেবা এবং বোর্ড বা কমিশনার নির্বাচিত যে কোনো ব্যবসায়ী এই বাধ্যতামূলক ডিজিটাল চালানের আওতাধীন।

এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, ইএফডি/এসডিসি/পিকিআইপওএস সফটওয়্যার ব্যবহারে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা বিক্রিতে স্বচ্ছতা থাকবে। এতে ভ্যাট (মূল্য সংযোজন কর) ফাঁকির সুযোগ কমে যাবে। ফলে এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারের রাজস্ব আদায় বাড়বে। কোনো ধরনের ফাঁকি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানার শিকার হতে হবে। একাধিকবার এ ধরনের অপরাধ সংঘটনের কারণে বন্ধের হুমকিতেও পড়তে হতে পারে।

তাই দণ্ড ও অন্যান্য আইনি প্রয়োগ এড়াতে ভ্যাটযোগ্য পণ্যের সব ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে ইএফডি/এসডিসি/পিকিআইপওএস সফটওয়্যার ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। অনিয়ম ও রাজস্ব ফাঁকিতে সম্পৃক্ত ও সক্রিয় সব সফটওয়্যার সংযোগ বিচ্ছিন্ন করে কমিশনাররা আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছে এনবিআর।

এর আগে ২০২০ সালের ২৫ আগস্টে প্রাথমিকভাবে ৫টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে (ঢাকা উত্তর/দক্ষিণ/পূর্ব/পশ্চিম, চট্টগ্রাম) ইএফডি ও এসডিসি স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল। ২০২২ সালের ৩ নভেম্বর ডিজিটাল মাধ্যমে খুচরা পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সংগ্রহ করতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানোর কাজে গতি ফেরাতে জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে চুক্তি করে জাতীয় রাজস্ব বোর্ড।
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status