ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

তুলারামপুরে আপন ভাইকে উচ্ছেদ করতে হামলা ও ভাঙচুর

নড়াইল প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, রবিবার

নড়াইল সদর উপজেলার তুলারামপুর রাজধানী পাড়ায় আপন ভাইকে উচ্ছেদ করতে বাড়ির সীমানা ঘের দেয়া টিনের বেড়া ভাঙচুর ও হুমকি দিয়েছে ছোট ভাই। মোশারফ হোসেন মুসা জানান, তারা আপন তিন ভাই। তিনি সকলের ছোট। পৈতৃক ভিটা ভাগাভাগি করে সকলে বসবাস করছেন। সম্প্রতি তিনি নিজ অংশে একতলা ভবন করে সেখানে স্ত্রী- সন্তানদের রেখে কর্মস্থল নারায়ণগঞ্জ থাকেন। তার মেজ ভাই বিল্লাল হোসেন তার  পরিবারকে উচ্ছেদ করতে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিল্লাল হোসেন ১০/১২ জনের সশস্ত্র বাহিনী নিয়ে মুসার বাড়ির সীমানা ঘেরা টিনের বেড়া ভাঙচুর করে। এমনকি মুসা’র বউ ছেলে- মেয়েদের অকথ্য ভাষায় গালি ও হুমকি দেয়। এ সময় মুসার শিশু সন্তানেরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। হামলাকারীদের মধ্যে বিল্লালের স্ত্রী ববিতা খাতুন (৫০), বিল্লালের জামাই বিপ্লব খাঁ (৩৫), মেয়ে লিমা খাতুন (২৭), ভাড়াটে সন্ত্রাসী তুহিন (২৫) একাধিকবার মুসার ঘরে প্রবেশের চেষ্টা করে এবং দেখে নেয়ার হুমকি দেয়।

বিজ্ঞাপন
এর আগে গত ৭ই আগস্ট রাতে বিল্লাল ও তার স্ত্রী ববিতা খাতুন, বড় মেয়ে সুইট খাতুন, মেজ মেয়ে লিমা খাতুন লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সহকারে মুসার স্ত্রী- সন্তানদের ওপর হামলা করে। অবস্থা বেগতিক দেখে মুসার স্ত্রী এলিজা সন্তানদের নিয়ে দ্রুত ঘরের মধ্যে গিয়ে জানালা দরজা বন্ধ করে দেন। এ সময় বিল্লাল ও তার সহযোগীরা ইটপাটকেল নিক্ষেপ ও অশ্লীল গালি দেয়। এলিজা খাতুনের নিকট থেকে মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করে। এ ঘটনায় এবং আবারো হামলা হতে পারে এমন আশঙ্কায় ভুক্তভোগী মুসার স্ত্রী মোসাঃ এলিজা খাতুন গত ৯ই আগস্ট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাৎক্ষণিক বিষয়টি আমলে নিয়ে সদর থানার ওসি (তদন্ত) মাহমুদুর রহমান তুলারামপুরের বিট পুলিশের অফিসার শিশির ঘোষকে ব্যবস্থা নেয়ার জন্য দায়িত্ব দেন। তিনি একাধিকবার ঘটনাস্থলে গিয়ে বিল্লাল হোসেন ও তার স্ত্রীকে কোনো প্রকার শান্তি ভঙ্গ না করার জন্য অনুরোধ করেন। কিন্তু তারা পুলিশের নির্দেশ উপেক্ষা করে সীমানা বেড়া ভাঙচুর ও মুসার স্ত্রী- সন্তানদের ওপর হামলার চেষ্টা চালায়। নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মাহমুদুর রহমান বলেন, অপরাধীদের বিরুদ্ধে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status