ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

৪ দফা দাবির আন্দোলনে ডুয়েট শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার

গাজীপুরে চার দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা। গতকাল দুপুরে আন্দোলনের প্রথম দিনে তারা সংবাদ সম্মেলন করেছেন। এ সময় সংবাদ সম্মেলনে বিএসসি ইঞ্জিনিয়ারদের সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একত্রিত করা অপ্রাসঙ্গিক বলে দাবি করেছেন তারা। ডুয়েট ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাহজালাল। এ সময় ডুয়েট শিক্ষার্থী রাশিদুল ইসলাম সিফাত, হাবিবুর রহমান, মাহতাব হোসেনসহ ডুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের কিছু দাবির পরিপ্রেক্ষিতে বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সমমর্যাদায় আসার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। এটি একজন বিএসসি ইঞ্জিনিয়ারের জন্য অত্যন্ত অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য। তারা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মধ্যে শিক্ষাগত, পেশাগত ও কাঠামোগত পার্থক্য রয়েছে, তাই বিএসসি ইঞ্জিনিয়ারদের সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একত্রিত করা অপ্রাসঙ্গিক। এ প্রেক্ষিতে শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলোÑ নবম গ্রেড-এ সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সংখ্যা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সকল পদোন্নতির ক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রাখতে হবে। আইইবি (ওউই) সদস্যপদ ব্যতীত কারও নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করা যাবে না। প্রকৌশল ক্যাডার ও সাধারণ ক্যাডারের বৈষম্য দূরীকরণ করতে হবে। ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের প্রকল্প মনিটরিংয়ের নামে নন-টেকনিক্যাল ব্যক্তিদের খবরদারি বন্ধ করতে হবে এবং প্রাইভেট সেক্টরে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক, তাই আমরা তাদের কর্তৃক উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা চাই, দেশের প্রকৌশল খাত সমৃদ্ধ হোক এবং সকলের প্রচেষ্টায় আমাদের বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে যাক।
সাধারণ মানুষের ভোগান্তি ও দুর্ভোগ সৃষ্টি হয়- এমন যেকোনো কর্মসূচি এড়িয়ে চলার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান। অবিলম্বে যৌক্তিক দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status