দেশ বিদেশ
জিয়াউল আহসানের ১০০ বিঘা জমি জব্দ, ৯ হিসাব অবরুদ্ধ
স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবারবহিষ্কৃত সেনা অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানের নামে থাকা ৩টি ফ্ল্যাট ও পাঁচটি বাড়িসহ শত বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পত্তি ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল ও ঝালকাঠি জেলায় অবস্থিত। সম্পত্তিগুলোর মধ্যে জমি, কৃষিজমি, বাগানবাড়ি ও ফ্ল্যাট রয়েছে। একইসঙ্গে ৯টি ব্যাংক হিসাবের এক কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে উপ-পরিচালক রেজাউল করিম জব্দ ও অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত) স্থাবর সম্পদ বিক্রয় ও ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থাবর সম্পত্তিগুলো ক্রোক ও অস্থাবর সম্পত্তিগুলো অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
জব্দ হওয়া সম্পদের মধ্যে মিরপুর ডিওএইচএস’র ১৪৬০ ও ২১১০ বর্গফুটের দু’টি ফ্ল্যাট, উত্তরায় ২৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, বরিশালের কোতোওয়ালি থানার পৈতৃক সম্পত্তিতে নির্মিত আট তলা নতুন বাড়ি, একই জেলার সদর থানায় বাগানবাড়ি, পুকুরসহ বাড়ি ও ১২৭০ বর্গফুটের এক তলা পুরাতন বাড়ি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ শতাংশ জমিতে নির্মিত ৮তলা ভবন রয়েছে।