দেশ বিদেশ
ইনসাবের সভাপতি রবিউল, সম্পাদক রাজ্জাক পুনঃনির্বাচিত
স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবারইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর জাতীয় প্রতিনিধি সম্মেলন বৃহস্পতিবার সকালে রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে রবিউল ইসলাম সভাপতি ও আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অন্যতম সহ-সভাপতি মাহবুব আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ইসমাইল হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মুন্নি চৌধুরী মেধাসহ টিইউসি ও ইনসাবের নেতৃবৃন্দ।