ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ঝটিকা মিছিলবিরোধী অভিযান

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিল ও নাশকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবি’র একাধিক বিভাগের সমন্বিত অভিযানে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, শান্তিনগর, উত্তরা, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, ভাষানটেক, বংশাল, মতিঝিল, লালবাগ, বাড্ডা ও গুলশানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ বংশাল থানা যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫), ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬), একই ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হাবিব (৪৫), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪), যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫), ঝালকাঠির কুশঙ্গল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা রুহুল আমীন (৫৪), কোটালীপাড়ার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন শেখ (৬২), উত্তরা শ্রমিক লীগের নেতা মো. বাবুল (৫৫), বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জের ইউনিয়ন চেয়ারম্যান মো. আজাদ হোসেন (৫২), যুবলীগ নেতা মো. রেজাউল করিম রানা এবং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল (৪৫)।
ডিবি সূত্র জানিয়েছে, বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী এলাকা থেকে মোবাশ্বের রহমানকে এবং বৃহ¯পতিবার রাত ১২টা ৫৫ মিনিটে শান্তিনগর এলাকা থেকে মো. আজাদ হোসেনকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের পৃথক টিম। এ ছাড়া একইদিন রাত ১২টা ৫ মিনিটে উত্তরা-১৪ নং সেক্টর থেকে মো. বাবুলকে, রাত ২টায় মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মো. শাহজালালকে এবং রাত ১টা ৪৫ মিনিটে শেওড়াপাড়া থেকে মো. রেজাউল করিম (রানা)কে গ্রেপ্তার করেছে ডিবি’র একাধিক বিভাগ। 
ডিবি আরও জানায়, বৃহস্পতিবার রাত ১২টা ৩৫ মিনিটে ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে মো. কামাল হোসেন শেখকে গ্রেপ্তার করেছে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। একইদিন বংশাল এলাকা থেকে আসাদুল্লাহ শিপলুকে এবং মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে ডিবি লালবাগ বিভাগের পৃথক টিম।
এর আগে, বুধবার রমনা বিভাগের ডিবি সন্ধ্যা ৬টায় লালবাগ থেকে মো. রুহুল আমীনকে, রাত সাড়ে ১১টায় মতিঝিল থেকে মো. হাবিবুর রহমান হাবিবকে এবং একই সময় পৃথক এক অভিযানে বাড্ডা এলাকা থেকে আসলাম চৌধুরী ইমনকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি টিম। 
গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে হঠাৎ করে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ডিবি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status