দেশ বিদেশ
ক্যান্সার হাসপাতাল
প্রায় ৪ মাস পর চালু রেডিওথেরাপি সেবা
স্টাফ রিপোর্টার
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন চার মাস পর চালু হলো রেডিওথেরাপি সেবা। সম্প্রতি নতুন একটি লিনিয়াক এক্সিলেটর মেশিনে দেয়া হচ্ছে রেডিওথেরাপি সেবা। গত সপ্তাহের ১০ তারিখ থেকে হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগ এ সেবাটি চালু করেছে। এ ছাড়াও নতুন অন্য একটি মেশিন প্রস্তুত হচ্ছে চালুর জন্য।
সরজমিন ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের থেরাপি দেয়ার কক্ষ ঘুরে দেখা গেছে, থেরাপি রুমের সামনে রোগীদের আনাগোনা বেড়েছে। কিছু রোগী পূর্বের মতো শুয়ে ছিলেন কক্ষের আশপাশে। তবে তাদের সবাই থেরাপি দিতে আসেননি। কেউ কেউ ওয়ার্ডে ভর্তি হতে না পেরে রেডিওথেরাপি কক্ষের সামনে বিভিন্ন জায়গায় শুয়ে পড়েন। এ দৃশ্য দেখা গেছে হাসপাতাল ভবনের সামনেও। থেরাপি কক্ষের দায়িত্বরত কর্মকর্তারা জানান, মেশিন এখনো অনেকটা পরীক্ষামূলক অবস্থায় থাকায় পুরোদমে সেবা দেয়া যাচ্ছে না। খুব অল্প সংখ্যক রোগীকে দিনের শুরুতেই চিকিৎসা দেয়া হচ্ছে।
রেডিওথেরাপি সেবার বিষয়টি নিশ্চিত করে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রকিব উদ্দিন আহমেদ বলেন, উন্নত প্রযুক্তির দুইটা মেশিন আছে এখন। একটা মেশিন চলছে। এতদিন ধরে আমাদের ক্যান্সার চিকিৎসার জন্য রেডিওথেরাপি দিতে পারিনি। যতদিন মেশিনগুলো নষ্ট ছিল আমরা রেডিওথেরাপির জন্য কাউকে কার্ডও দেইনি। এখন খুব অল্প সংখ্যক রোগীকে সেবা দেয়া যাচ্ছে। তাই আগে যাদেরকে ডেট দেয়া হয়েছিল তাদেরকে কল দিয়ে ডেকে জানিয়ে দেয়া হচ্ছে।