ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭: চট্টগ্রাম অঞ্চলের জন্য সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার

(২ দিন আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮:৩৩ অপরাহ্ন

mzamin

বিজিএমইএ ২০২৫-২৭ সালের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য চট্টগ্রাম অঞ্চলের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে ঈদ-পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। ইন্ডিপেডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়বকে চট্টগ্রাম অঞ্চলের প্যানেল প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে। এই দলে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রয়েছেন এইচকেএফ লিমিটেড ও অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রকিবুল আলম চৌধুরী।

প্যানেলে আরও রয়েছেন বেশ কয়েকজন খ্যাতনামা শিল্প উদ্যোক্তা, যাদের মধ্যে রয়েছেন: আরএএন ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জনশেখর দাস; মদিনা ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুসা; ভিশন অ্যাপারেলস-এর ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী; প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর; এআরএম অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সরোয়ার রিয়াদ; টপ স্টার ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আফসার হোসেন; এবং সাউথ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের পরিচালক গাজী মো. শহীদুল্লাহ।

বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী চট্টগ্রাম অঞ্চলের বিজিএমইএ ২০২৫-২০২৭ সালের দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্যানেলের ঐতিহ্য অনুযায়ী, এই প্যানেল নির্বাচিত হলে এস এম আবু তৈয়ব প্রথম সহ-সভাপতি এবং রকিবুল আলম চৌধুরী সহ-সভাপতি হিসেবে আঞ্চলিক নেতৃত্বে থাকবেন। বাকি সদস্যরা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্যানেল ঘোষণার পর বক্তারা চট্টগ্রামের তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। তারা কারখানা মালিকদের মধ্যে খোলামেলা আলোচনার গুরুত্ব এবং সম্মিলিতভাবে সংকট মোকাবিলার ওপর জোর দেন, যাতে খাতটি একটি টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে। প্যানেল স্বচ্ছতা, ঐক্য এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান এবং বিজিএমইএ ২০২৫-২০২৭ সালের দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান সমন্বয়ক ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মো. আবুল কালামও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি এরশাদ উল্লাহ এবং এস এম নুরুল হকসহ অনেক খ্যাতনামা ব্যবসায়ী নেতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি সৈয়দ মো. নজরুল ইসলাম। আগামী ৩১শে মে বিজিএমইএ-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status