ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

রেস্তোরাঁয় হামলার ঘটনায় প্রতিবাদ রেস্তোরাঁ মালিক সমিতির

অর্থনৈতিক রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:০৩ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজাবাসীদের গণহত্যা ও ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে রাজধানীসহ গত সোমবার দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শনের নাম করে কতিপয় দুর্বত্ত এবং সন্ত্রাসীরা দেশের বহু রেস্তোরাঁয় ভাঙচুর ও লুটপাটের মতো জঘন্যতম কর্মকাণ্ড ঘটায় রেস্তোরাঁ মালিকদের ব্যাপক ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতি করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি জানিয়েছেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এবং এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরাও গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে গত সোমবার সারাদেশে বিক্ষোভে অংশগ্রহণ করে। কিন্তু পরিতাপের বিষয় বিক্ষোভের নাম করে কিছু দুর্বত্তরা ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলাগুলোর রেস্তোরাঁয় অতর্কিত হামলা চালায় ও ব্যাপকভাবে ভাঙচুর করে সম্পদের ক্ষতি সাধন করে। এভাবে সন্ত্রাসীরা বিদেশি পণ্যের নাম করে দেশের রেস্তোরাগুলোতে যে সহিংস ঘটনা ঘটিয়েছে তা মোটেও আমাদের কাম্য নয়।

এমতাঅবস্থায়, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির বক্তব্য হচ্ছে:
বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতি ও এর সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এ ঘটনার সাথে জড়িতদের অতি শিগগিরই আটক ও দৃষ্টান্তমূলক শান্তি দেয়ার জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছে।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই সহিংসতায় যে সম্পদ ধ্বংস করা হয়েছে তা নিরূপণ করা ও তাদের বিনিয়োগের ক্ষতিপূরণের ব্যবস্থা করা।

ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও টহল পুলিশিং কার্যক্রম বৃদ্ধি করা।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status