বাংলারজমিন
আশুলিয়ায় বৃদ্ধের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
৯ আগস্ট ২০২২, মঙ্গলবার সাভারের আশুলিয়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পুরো শরীর ক্ষতবিক্ষত ও হাত-পা ভাঙা অবস্থায় ছিল। গতকাল সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাং এলাকা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহত ওই বৃদ্ধের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ শেখ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ পথচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্তসহ অজ্ঞাত গাড়িটির সন্ধান করা হচ্ছে।