দেশ বিদেশ
‘অন্তর্বর্তী সরকারের আমলেও শ্রমিকরা সবচেয়ে নিষ্ঠুর হামলার শিকার’
স্টাফ রিপোর্টার
২৯ মার্চ ২০২৫, শনিবারঅন্তর্বর্তীকালীন সরকারের আমলেও শ্রমিকেরা সবচেয়ে নিষ্ঠুর হামলা ও আক্রমণের শিকার বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। সাইফুল হক বলেন, ঈদ সামনে রেখে এই কয়েক হাজার নারী-পুরুষ শ্রমিকরা ও তাদের পরিবার মানবিক সংকটে নিপতিত হয়েছে। আর পুরানা জমানার মতো গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও শ্রমিকেরা সবচেয়ে নিষ্ঠুর হামলা ও আক্রমণের শিকার। গণঅভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশি আত্মদান করলেও তারাই এখন সবচেয়ে নিপীড়িত ও অবহেলিত। গণ-অভ্যুত্থান শ্রমিকদের জীবন-জীবিকা নিশ্চিত করেনি।
তিনি বলেন, ঢাকায় শ্রম ভবনের সামনে অবস্থানরত গাজীপুরের টিএনজেড এপারেলসের তিনটি কারখানার ছয় হাজার শ্রমিকের বকেয়া বেতনভাতা অবিলম্বে পরিশোধের জন্য মালিক ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। গত ২৩শে মার্চ থেকে শ্রমিকেরা তাদের দাবি আদায়ে শ্রম ভবনের সামনে অবস্থান করছে। এই পর্যন্ত মালিকপক্ষ, বিজিএমইএ ও সরকার শ্রমিকদের বাঁচার ন্যায্য দাবি পূরণে কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উল্টো এই শ্রমিকদের সঙ্গে সংহতি জানাতে আসা ছাত্র নেতৃৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষকে তারা নির্মমভাবে লাঠিপেটা করেছে। শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএকে দ্রুত উদ্যোগ নেবার আহ্বান জানান সাইফুল হক। একইসঙ্গে শ্রম মন্ত্রণালয়সহ সরকারকেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সংকট সুরাহা করার অনুরোধ জানান তিনি। সাইফুল হক শুক্রবার দুপুরে শ্রম ভবনের সামনে অবস্থানরত শ্রমিকদের দেখতে যান এবং তাদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন। এই সময়ে তার সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বাবর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।