ঢাকা, ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

অস্ট্রেলিয়ায় ৩রা মে সাধারণ নির্বাচন

মানবজমিন ডেস্ক
২৯ মার্চ ২০২৫, শনিবারmzamin

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এ বছরের ৩রা মে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। স্থানীয় সময় শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল সামান্থা মোস্টিনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ২০২২ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় আলবানিজের  লেবার পার্টি। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে- ছোট দলগুলোর ভোট পুনর্বণ্টনের সময় বিরোধী লিবারেল-ন্যাশনাল জোটের সঙ্গে দলটির হাড্ডাহাড্ডি লড়াই হবে। আলবানিজ বলেছেন, আমাদের সরকার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অস্ট্রেলিয়ার নিজস্ব পথ বেছে নিয়েছে। জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা জনগণকে সাহায্য করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে লেবার পার্টি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি। আলবানিজ বলেছেন, আমরা জনগণকে শক্তি দেখিয়েছি। এখন আগামী ৩রা মে তারা আগামীর পথ বেছে নেবেন। বর্তমান জনমত জরিপে দেখা যাচ্ছে, প্রায় ৩০ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ক্ষমতাসীন লেবার পার্টিকে নতুন সরকার গঠন করতে হলে বর্তমান ৭৮টি আসন ধরে রাখতে হবে। অন্যদিকে লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের দরকার হবে অতিরিক্ত আরও ১৯টি আসন। এবারের নির্বাচনে অভিবাসননীতি, জীবনযাত্রার ব্যয় এবং বহু সংস্কৃতিবাদ বড় প্রভাবক হিসেবে কাজ করবে বলে অনেকের ধারণা। সাম্প্রতিক মাসগুলোতে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে খুশি করার লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছেন আলবানিজ। যার মধ্যে বাজেটে কর হ্রাসের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। আলবানিজ বিরোধী লিবারেল-ন্যাশনাল জোটকে লক্ষ্য করে কর হ্রাসের বিষয়ে বলেন, তারা সরকারি কর্মসূচি বাতিল করবে এবং সংসদে পাস হওয়া সামান্য নতুন কর হ্রাস প্রত্যাহার করবে। এত অল্প সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটি অর্থ হচ্ছে- এতে কোনো একক দল বা জোট একা সরকার গঠন করতে পারবে না। তাদেরকে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ছোট ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীদের ওপর নির্ভর করতে হবে। আলবানিজ দীর্ঘদিন লেবার পার্টির আইনপ্রণেতা হিসেবে কাজ করেছেন। সরকারি আবাসনে বেড়ে ওঠা এই প্রধানমন্ত্রীর শাসনামলে জীবনযাত্রার ব্যয় এবং সুদের হার তীব্রভাবে বৃদ্ধি পাওয়ায় তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status