ঢাকা, ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

মার্কিন যুদ্ধজাহাজে হামলা করেছে হুতিরা

মানবজমিন ডেস্ক
২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবারmzamin

লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা করেছে ইয়েমেনের হুতিরা। তাদের এক মুখপাত্র বলেছেন, তাদের যোদ্ধারা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যানেও হামলা করেছেন। পাশাপাশি তারা ইসরাইলের তেলআবিবে একাধিক সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ওই মুখপাত্র বলেছেন, হুতিরা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেয়া অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির জবাব উত্তেজনা বৃদ্ধির মাধ্যমেই দেয়া হবে। তিনি আরও বলেন, হুতিরা ইয়েমেনের  কৌশলগত জলসীমায় ইসরাইলি নৌযান চলাচলে বাধা সৃষ্টি অব্যাহত রাখবে। যত দিন পর্যন্ত গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হবে এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়া না হবে, ততদিন পর্যন্ত হুতিরা ইসরাইলি শত্রুর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে। এ মাসের মাঝামাঝি থেকে হুতিদের নিশানা করে ইয়েমেনে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইয়েমেনের রাজধানী সানা এবং এর আশপাশের এলাকায় নতুন করে হামলার খবর জানিয়েছে হুতি-সংশ্লিষ্ট টেলিভিশন আল মাসিরাহ। সা’দা প্রদেশের আল সালেমেও হামলা হয়েছে। টেলিভিশন চ্যানেলটির খবরে বলা হয়েছে, কয়েক ঘণ্টায় সা’দা প্রদেশে যুক্তরাষ্ট্র অন্তত ১৭ বার বিমান হামলা চালিয়েছে।

পাঠকের মতামত

এঁরাই প্রকৃত মুসলমান

জনতার আদালত
২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১:০৭ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status