ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

উখিয়ায় অনলাইন জুয়ায় সর্বস্ব হারাচ্ছেন তরুণরা

স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
২২ মার্চ ২০২৫, শনিবার

কক্সবাজারে উখিয়ায় অনলাইন জুয়ার আসক্তি বাড়ছে ভয়াবহভাবে। খেলার মাঠ ছেড়ে তরুণরা এখন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। এদের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। অল্প সময়ে ধনী হওয়ার নেশায় খোয়াচ্ছেন লাখ লাখ টাকা। পরিশ্রম না করে টাকা কামানোর ফাঁদে পা দিয়ে হারাচ্ছেন সর্বস্ব। জানা যায়, অনেকে কৌতূহলবশতই ঢুকছেন জুয়ার ওয়েবসাইটে, হয়ে পড়ছেন এতে আসক্ত। কেউবা লোভে, আবার কেউ প্ররোচনায়। খেলার মাঠ, রাস্তার মোড়, গাছের ছায়া কিংবা নিজের ব্যবসা প্রতিষ্ঠান, যেকোনো স্থানে বসেই চলে এ জুয়া। ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, অন্য খেলা, এমনকি আইপিএল, বিপিএল, এনসিএল নিয়েও চলছে অনলাইন জুয়া। মাঠের খেলাকে পুঁজি করে গড়ে ওঠা অনলাইন জুয়া চলছে অবাধে, পাচার হচ্ছে দেশের কোটি কোটি টাকা। উখিয়ার প্রতিটি স্টেশন থেকে শুরু করে গ্রামাঞ্চলেও রয়েছে বিভিন্ন অনলাইন জুয়ার এজেন্ট। তাদের মাধ্যমে গ্রামে গ্রামে তরুণ-যুবকদের মাঝে ছড়িয়ে গেছে অনলাইন জুয়া। কিন্তু উন্নত প্রযুক্তি না থাকায় এজেন্টদের শনাক্ত করা কঠিন বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে উখিয়ার বিভিন্ন এলাকায় রয়েছে মাস্টার এজেন্ট, সাব-এজেন্টসহ একাধিক অ্যাপ এবং ওয়েবসাইটে টাকা রিচার্জ করার ব্যবস্থা। এ ছাড়া বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা থেকেও সহজে জুয়ার অ্যাপগুলোতে টাকা রিচার্জ করা যায় বলেই অনলাইন জুয়ার আসক্তি বেড়েছে বলে মনে করছেন অনেকেই। এসব টাকার বেশির ভাগ অংশই চলে যায় যে দেশ থেকে অ্যাপগুলো পরিচালিত হয় সেই দেশে। এভাবেই অত্যাধুনিক ফর্মুলায় সকলের চোখের সামনে দিয়েই প্রতিদিন লাখ লাখ টাকা চলে যাচ্ছে বিদেশে। রাজাপালংয়ের স্থানীয় বাসিন্দা সাইফুল আজম খোকন বলেন, অনলাইন জুয়ার আসক্তি বেড়েছে উখিয়ায়। এর মধ্যে ৯০ ভাগই তরুণ। আজকের তরুণ আগামীর বাংলাদেশ। এই তরুণরা যদি এভাবে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়, তাহলে দেশের তরুণ সমাজ ধ্বংসের পথে চলে যাবে। এ ছাড়া বাংলাদেশের অর্থনীতিও হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন তিনি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status