বিশ্বজমিন
মেসেডোনিয়ায় নৈশক্লাবে আগুন, নিহত ৫১
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৭ মার্চ ২০২৫, সোমবার, ৯:৪০ পূর্বাহ্ন

নর্থ মেসেডোনিয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০০ মানুষ। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, রাজধানী স্কোপজি থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বের শহর কোকানির পালস ক্লাবে স্থানীয় সময় শনিবার রাত আড়াইটার দিকে আগুন লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যায়, ভবনটি আগুনের গোলায় পরিণত হয়েছে। সেখানে এ সময় দেশটির জনপ্রিয় ডিএনকে ব্যান্ডের কনসার্ট চলছিল। তাতে যোগ দিয়েছিলেন প্রায় ১৫০০ মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স তোসকোভস্কি বলেছেন, আগুনের সূত্রপাত আতশবাজীর উৎস থেকে। সেখান থেকে আগুন সিলিংয়ে ছড়িয়ে পড়ে। সিলিং ছিল দাহ্য পদার্থের। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ওদিকে এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী ঋসতিজান মিকোস্কি ফেসবুকে লিখেছেন, সরকারের সব বিভাগকে সক্রিয় করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব করা হবে। দিনটিকে তিনি দেশের জন্য কঠিন ও বেদনার বলে মন্তব্য করেছেন।