দেশ বিদেশ
প্রথমদিনের শুনানিতে বিমর্ষ দুতের্তে
মানবজমিন ডেস্ক
১৬ মার্চ ২০২৫, রবিবার
হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে (আইসিসি) ভিডিও লিঙ্কের মাধ্যমে শুক্রবার হাজির করা হয় ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তেকে। মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে ৭৯ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে মামলা আছে আইসিসিতে। তার প্রেক্ষিতে গত মঙ্গলবার তিনি হংকং থেকে নিজদেশের রাজধানী ম্যানিলায় অবতরণের পরই তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ভাড়া করা বিমানে পাঠিয়ে দেয়া হয় হেগে। সেখানে তাকে বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। অন্যদিকে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার শুনানিতে সভাপতিত্ব করেন- বিচারক ইউলিয়া মোটোক। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়, আইসিসিতে এশিয়ার সাবেক কোনো নেতা হিসেবে প্রথম বিচার হচ্ছে- রড্রিগো দুতের্তের। অভিযোগ আছে, তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধে কমপক্ষে ৩০ হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টার কিছু আগে ভিডিও লিঙ্কের মাধ্যমে দুতের্তেকে আদালতে হাজির দেখানো হয়। সেখানে তার বিরুদ্ধে আনীত অভিযোগ জানানো হয়। একই সঙ্গে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। এ সময় তিনি ছিলেন- একটি নীল স্যুট পরিহিত। তাকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল। সেই অবস্থায় সংক্ষিপ্তভাবে নিজের নাম এবং জন্মতারিখ সম্পর্কে নিশ্চিত করেন। কিন্তু তার আইনজীবী সালভাদোর মেডিয়ালডিয়া আদালতে বলেছেন, নিজের দেশ থেকে তার মক্কেলকে অপহরণ করা হয়েছে। তাকে সরাসরি হেগে পাঠিয়ে দেয়া হয়েছে। আইনজীবীদের চোখে এটা বিচারবহির্ভূত প্রতিশোধ। তিনি আরও জানান, দুতের্তের স্বাস্থ্যগত সমস্যা আছে। এজন্য তিনি এই বিচার কার্যক্রমে অবদান রাখতে সক্ষম হবেন না। তবে বিচারক মোটোক বলেন, আদালতের চিকিৎসক ফিলিপাইনের এই নেতার শরীর পরীক্ষা করেছেন। তিনি মত দিয়েছেন যে, দুতের্তে পুরোপুরি মানসিকভাবে সুস্থ এবং সবল আছেন। বিচারিক তথ্য-প্রমাণ কতটা শক্তিশালী তা যাচাই করার জন্য ২৩শে সেপ্টেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। যদি এই বিচার চলতে থাকে তাহলে শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। যদি দুতের্তে অভিযুক্ত হন তাহলে শাস্তি হিসেবে তার সর্বোচ্চ যাবজ্জীবন জেল হতে পারে।