দেশ বিদেশ
জামায়াতের ইফতারে ডা. শফিকুর রহমান
জাতীয় স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
স্টাফ রিপোর্টার
১৬ মার্চ ২০২৫, রবিবারপবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবেই। এর মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এই মতপার্থক্যই গণতন্ত্রের সৌন্দর্য। মতের অমিল থাকলেও জাতীয় স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, দেশপ্রেমিকরাই বুলেটের সামনে দাঁড়িয়ে এই দেশকে রক্ষা করেছে। আর যারা দেশকে ভালোবাসে না তারা পালিয়ে গেছে। তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। শফিকুর রহমান বলেন, ৮ বছরের একটি শিশুর নিরাপত্তা দিতে না পারা জাতির জন্য লজ্জার। আমরা এমন এক দেশ চাই, যেখানে কেউ নির্যাতনের শিকার হবে না। সবাই যেন নিরাপদে বসবাস করতে পারে এমনটাই প্রত্যাশা করেন জামায়াতে আমীর। ইফতার মাহফিলে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন, কৃষক শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা জুনায়েদ আল হাবিব, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব, মাওলানা মুনির হোসাইন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাওলানা মুনতাসিম বিল্লাহ মাদানী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জাগপার চেয়ারম্যান রাশেদ প্রধান, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণি, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল ডেমোক্রেটিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এনপিপি’র চেয়ারম্যান এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ অংশ নেন। এ ছাড়া দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদ, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক সংগ্রামের সম্পাদক মীর শাহীদুল হক আজম, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, দি নিউনেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুদুর রহমান খলিলী, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম প্রমুখ ইফতার মাহফিলে অংশ নেন।