অর্থ-বাণিজ্য
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজারস কনফারেন্স অনুষ্ঠিত
অর্থনৈতিক রিপোর্টার
(১ মাস আগে) ১২ মার্চ ২০২৫, বুধবার, ৯:০৮ অপরাহ্ন

বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের খুলশিতে বুধবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজারস কনফারেন্স এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক শেখ মো. ড্যানিয়েল, প্রধান বক্তা ছিলেন সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম মহিউদ্দিন ফারুকী; সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাশ গুপ্ত, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দীন এবং চট্টগ্রাম টেরিটোরির সকল ব্রাঞ্চ ম্যানেজার ও ইউনিট ম্যানেজারবৃন্দ।
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চট্টগ্রামের ১০৮টি শাখা অফিসে মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমে ৩১ হাজার ২২৪-এর অধিক গ্রাহক নিরবিচ্ছিন্ন বীমা সেবা গ্রহণ করছেন। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালে ৪৫ কোটির অধিক, ২০২৪ সালে ১৫০ কোটির অধিক এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট ৩৯ কোটির অধিক টাকা বীমা দাবি হিসেবে পরিশোধিত হয়েছে। এছাড়া সোনালী লাইফের সকল শাখা হতে ২০২৪-এ সর্বমোট ৩৮০ কোটির অধিক, ২০২৩-এ ১২৪ কোটি টাকার অধিক এবং ২০২৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত ৩১ কোটি টাকার অধিক বীমা দাবি হিসেবে পরিশোধিত হয়েছে।
শত প্রতিকূলতা পেড়িয়ে সোনালী লাইফের কার্যক্রম, গ্রাহক সেবা ও দাবি পরিশোধ বরাবরের ন্যায় অব্যাহত থাকবে বলে উপস্থিত বক্তারা অভিমত ব্যক্ত করেন।