দেশ বিদেশ
প্রবাসী সাংবাদিকরা দেশের সাথে যুগসুত্রতা তৈরিতে ভূমিকা রাখেন
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ৯:৩৬ অপরাহ্ন

কমনওয়েলথ গেমস কাভারে যুক্তরাজ্যের বার্মিংহাম সফররত বাংলাদেশী সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলা প্রেস ক্লাব। বৃহস্পতিবার রাতে স্মলহিথের স্থানীয় একটি রেস্টুরেন্টে বার্মিংহাম-ওয়েস্ট মিডল্যান্ড অঞ্চলের বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন বাংলা প্রেস ক্লাব এই আয়োজন করে। সংগঠনের সভাপতি ও বার্মিংহাম থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বার্মিংহাম থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা মেইল সম্পাদক সৈয়দ নাসিরের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার স্বপন বসু, যুগান্তরের মোজাম্মেল হোসেন চঞ্চল, ইনকিলাবের জাহিদ খোকন, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্পোর্টস ইনচার্জ সামন হোসেন, দেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মিছবাহুর রহমান, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দেশরূপান্তরের সুদীপ্ত আনন্দ, লেখক ও সাংবাদিক কাফি কামাল, এটিএন বাংলা ওয়েস্ট মিডল্যান্ড প্রতিনিধি কায়সারুল ইসলাম সুমন, এনটিভি প্রতিনিধি ফারসু চৌধুরী ও শর্টফিল্ম নির্মাতা মকবুল চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে যমুনা টিভির মুজনাবিন তারেক, কালেরকণ্ঠের মাজহারুল ইসলাম, গ্লোবাল স্পোর্টসের শফিকুল ইসলাম শিপলু, ইত্তেফাকের জানে আলম, সমকালের সাখাওয়াত জয় ও একাত্তর টিভির অর্নব বাপ্পী, চ্যানেল এস’র বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ আতিক, এটিএন বাংলা ইউকের বদরুল আলম, এলবি ২৪ এর সাহিদুর রহমান সোহেল, স্বাধীন দেশ এর ওবায়দুল কবির খোকন, ই-বাংলা সম্পাদক সৈয়দ নাদির আহমেদ, বাংলা মেইল বার্মিংহাম প্রতিনিধি সোহেল আহমেদ চৌধুরীসহ বার্মিংহামে বাংলাদেশী কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মদ মারুফ বলেন- যুক্তরাজ্যে বিভিন্ন বাংলা মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা বাংলাদেশের সাথে যুগসুত্রতা তৈরিতেই মূলত ভূমিকা রাখেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সপক্ষে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করেন এবং স্মল হীথ পার্কের ঐতিহাসিক ২৮ মার্চ ১৯৭১ সালের সমাবেশে প্রায় দশ সহস্রাধিক স্বাধিনতাকামী বাঙালীর উপস্থিতি এবং বহির্বিশ্বের প্রথম পতাকা উত্তোলনের তথ্য তুলে ধরে এর স্বীকৃতির জন্য স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।