দেশ বিদেশ
অনৈতিক কাজে বাধা দেয়ায় পিটিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার
৭ আগস্ট ২০২২, রবিবারঢাকার খিলক্ষেত এলাকায় নাইট গার্ড আলমগীর (৪০) হত্যা মামলায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খিলক্ষেত এলাকার ফ্লাইওভারের নিচ থেকে শুক্রবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. মোয়াজ্জেম ও মো. রুবেল। ডিবি বলছে, অনৈতিক কাজে বাধা ও মারধরের প্রতিশোধ নিতে আলমগীরকে হত্যা করা হয়। ডিবি’র গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম জানিয়েছে, আলমগীর চাকরি করতেন সততা স্মার্ট একটি সিকিউরিটি কোম্পানির নিরাপত্তাকর্মী হিসেবে। তিনি রাস্তার সৌন্দর্যবর্ধনের গাছপালা ও এলইডি বাতি পাহারা দিতেন। একই এলাকার রেললাইনের পাশের জঙ্গলে গ্রেপ্তার আসামিরা ফুলমালা ও জোৎস্না নামের দুই নারীকে দিয়ে দেহ ব্যবসা করাতো। দায়িত্ব পালন করার সময় আলমগীর এসব দৃশ্য দেখে মোয়াজ্জেম ও রুবেলকে বাধা দিতেন। এ জন্য তারা দুজন ক্ষিপ্ত হয়ে আলমগীরকে প্রায়ই মারধর করতো। ঘটনার ৮ থেকে ১০ দিন আগে মোয়াজ্জেমকেও আলমগীর মারধর করে।