ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

এলডিসি থেকে উত্তরণ পেছাতে জাতিসংঘে আবেদন করা হতে পারে

অর্থনৈতিক রিপোর্টার

(১ মাস আগে) ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৮:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩১ অপরাহ্ন

২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের। বিষয়টি আরও পিছিয়ে দেয়ার ব্যাপারে কাজ করছে অন্তর্বতী সরকার। প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ভুয়া তথ্যের ভিত্তিতে এলডিসি উত্তরণের অবেদন করা হয়েছিল। তাই মুখ্য সচিবকে প্রধান করে উত্তরণ অগ্রগতি মূল্যায়ন কমিটি করা হয়েছে। কমিটি জাতিসংঘের কাছে সময় পিছিয়ে দেয়ার আবেদন করতে পারে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে তার প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে মন্ত্রণালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশ একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্যে দিয়ে যাচ্ছে। যা এর আগে কখনো হয়নি। তৎকালীন সরকার ভুয়া তথ্যের ভিত্তিতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আবেদন করেছিল। তাই মুখ্য সচিবকে প্রধান করে উত্তরণ অগ্রগতি মূল্যায়ন কমিটি করা হয়েছে। কমিটি জাতিসংঘের কাছে সময় পিছিয়ে দেয়ার আবেদন করতে পারে। এটা বাংলাদেশের অধিকার রয়েছে। তবে আবেদন করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, অর্থ পাচার সহজে রোধ করা সম্ভব। দেশ থেকে কোথায় কী যাচ্ছে তার হিসাব স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করা হলে পাচার বন্ধ হবে। তাছাড়া বাজেটে ঋণ ব্যবস্থাপনা চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। ড. ইউনূসের সুনামের ওপর ভিত্তি করে বেশ কিছু দেশ টাকা ফিরিয়ে দেওয়ার আগ্রহ জানিয়েছে।

ব্রিফিংয়ের সময় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক, অর্থ বিভাগের দুই অতিরিক্ত সচিব মুনশি আবদুল আহাদ ও মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।

এদিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব। এ জন্য বিদেশের সঙ্গে চুক্তির চেষ্টা চলছে বলে জানান তিনি। যত তাড়াতাড়ি সম্ভব, এটলিস্ট কিছুটা ইন্ডিকেশন আসুক। এ জন্য আইনের...। আইন মানে কিছু এগ্রিমেন্ট করা বিদেশের সঙ্গে, এগুলো করব। নেক্সট মাসে আর একটু বেটার জানতে পারবেন। ২০০ কোটি টাকার ওপরে অনেকের আইডেন্টিফাই করা হয়েছে। সব মিলিয়ে হয়তো আমরা আনতে পারব।

পাঠকের মতামত

To delay the promotion of LDC is a Suicidal & Insulting Decision . Shameful & Disgusting

Nam Nai
১২ মার্চ ২০২৫, বুধবার, ১২:৫৯ পূর্বাহ্ন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status