ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

বসুন্ধরা সিটিতে বড় পরিসরে টুয়েলভের নতুন আউটলেট

অর্থনৈতিক রিপোর্টার

(১ মাস আগে) ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৭:৫৫ অপরাহ্ন

mzamin

ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য নানা অফারে এবারের ঈদের কালেকশন নিয়ে নিজেদের ফ্যাশন ট্রেন্ডের জানান দিয়েছে দেশের অন্যতম সেরা ক্লদিং ব্র্যান্ড টুয়েলভ। এরই অংশ হিসেবে আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটিতে বড় পরিসরে যাত্রা শুরু করেছে টুয়েলভের আউটলেট। সোমবার আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর টুয়েলভের বসুন্ধরা সিটির লেভেল ৫ এ অবস্থিত এই আউটলেটে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এবারের ঈদকে কেন্দ্র করে দারুণ সব কালেকশন নিয়ে এবার নিজেদের সম্ভার সাজিয়েছে টুয়েলভ। এথনিক এবং ওয়েস্টার্ন এই দুই বিভাগে ফ্যাশনেবল, ট্রেন্ডি এবং যুগের সঙ্গে আধুনিক ও মানানসই পোশাক নিয়ে বাজারে এসেছে তারা। সঙ্গে রয়েছে বাচ্চাদের পোশাকও। ক্রেতার ক্রয়ক্ষমতা এবং স্বাচ্ছন্দ্যের বিষয়টিও মাথায় রেখেছে টুয়েলভ ক্লদিং। রাজধানীর বুকে একেবারে কেন্দ্রস্থলে থাকা ফ্যাশনেবল ক্রেতাদের পছন্দ ও সুবিধা মাথায় রেখেই এই আউটলেটটি খুলেছে টুয়েলভ। যদিও বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোর এবং লেভেল ১ এ এর আগেও দুটো আউটলেট টুয়েলভের থাকলেও ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই এত বড় পরিসরে এসেছে তারা।

এসময় টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা, টুয়েলভের পরিচালক ও সিওও মো. মতিউর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন করে উদ্বোধনের প্রথমদিন থেকেই ক্রেতাদের জন্য দারুণ অফার রেখেছে টুয়েলভ কর্তৃপক্ষ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় টগি ওয়ার্ল্ড এর ফ্রি টিকিট, টুয়েলভের গিফট ভাউচার, ক্রেতাদের জন্য গিফট হ্যাম্পারসহ নানা আয়োজনে বসুন্ধরা সিটিতে নতুন আউটলেটের উদ্বোধনী পর্ব সাজিয়েছে টুয়েলভ।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status