দেশ বিদেশ
সাভারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ-ভাঙচুর, আটক ৩
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
৭ আগস্ট ২০২২, রবিবারসাভারের আশুলিয়ায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টাকালে ৩ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের শিমুলতলা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বিপ্লব (৩০), রাসেল (৩০) ও আলী রেজা (২৫)। তারা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশ জানায়, গতকাল সকালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের শিমুলতলা এলাকায় লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে তারা সড়ক অবরোধসহ বিক্ষোভ ও বিশৃঙ্খলার চেষ্টা করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) রাজু মণ্ডল বলেন, সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে তেলের দাম বৃদ্ধির খবর পাওয়ায় গত শুক্রবার রাতেই সাভার-আশুলিয়ার পেট্রোল পাম্পগুলোতে তেল নেয়ার জন্য ভিড় জমায় মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন পরিবহনের চালকরা। তবে এ সময় চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করার অভিযোগে বেশকিছু পাম্পে কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডার পাশাপাশি ভাঙচুরের ঘটনাও ঘটেছে উত্তেজিত চালকদের সঙ্গে।
পাঠকের মতামত
Only a few transport workers? Where are other people?