অর্থ-বাণিজ্য
তেলের দাম বাড়ায় চাপে পড়বে রপ্তানি খাত: বিকেএমইএ
অর্থনৈতিক রিপোর্টার
(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ৮:৩১ অপরাহ্ন
হঠাৎ করে দেশের বাজারে তেলের অস্বাভাবিক দর বাড়ানোর ফলে রপ্তানি খাত চাপে পড়বে বলে জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের অপ্রতুলতায় নিটওয়্যার সেক্টরটি চাপে আছে। তার উপর তেলের মূল্য বাড়ার ফলে এই সেক্টরটি বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে।
গত বছরে গ্যাস, বিদুৎ এবং এবার জ্বালানি তেলের দর বাড়ার ফলে নিটওয়্যার সেক্টরে যে চাপ সৃষ্টি হবে তা নিরসনে নগদ প্রণোদনা ছাড় বাড়িয়ে সমন্বয়ের দাবি জানিয়েছে বিকেএমইএ।
নতুন দাম অনুযায়ী, ৩৪ টাকা বাড়িয়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা। অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ৮৯ থেকে ১৩৫ টাকা এবং পেট্রোল লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ৮৬ থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পেট্রোলিয়ামের দাম সামঞ্জস্য করেছে। কারণ বিশ্ব বাজারে এগুলোর দাম দেশের তুলনায় অনেক বেশি।
সর্বশেষ ২০২১ সালের ৪ঠা নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছিল।