দেশ বিদেশ
মীরসরাই ট্র্যাজেডি
আরও ১ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৬ আগস্ট ২০২২, শনিবার
চট্টগ্রামের মীরসরাইয়ে পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কার ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আয়াত হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের ভর্তির পরের দিনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তার অক্সিজেন স্যাচুরেশন ৮০’র নিচে নেমে গিয়েছিল। এছাড়া দুর্ঘটনার সময় তার মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত পায়। দিন দিন শারীরিক অবস্থার অবনতির কারণে তার জ্ঞান ফেরেনি। আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত আয়াত হোসেন এই বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পাঠকের মতামত
এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল মিরস্বরাই এ । জাতীয় শোক দিবস পালনের চেয়ে কম কিছু নয় বলে মনে করি। ড্রাইভার সাহেব কি মৃত নাকি জীবিত আছেন, জানার ইচ্ছে ছিল। কিন্তু সীমিত পত্রিকা পড়ার থেকে তা জানতে পারলাম না। উনি জীবিত থাকলে তাকে দিয়ে ৩য় দফায় নিরাপদ সড়ক আন্দোলনের কাজ শুরু করার প্রস্তাব করছি। ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্রবৃন্দ এবং মিরেশ্বরাই এ ১৩/১৪ টি মূল্যবান জীবন চলে যাওয়ার জন্যে দায়ী মাইকোবাস চালক -এর যোথ নেতৃত্বে বাংলা দেশে আবার নিরাপদ সড়ক আন্দোলন শুরু হোক। এতে সফল হলেই এই মাইক্রোবাস চালকের প্রায়শ্চিত্ত। আজীবন সে তার ভুলের কথা অন্যদের (গাড়িচালকদের) শোনাবে এবং আইন মেনে গাড়ি চালানোর উপদেশ দেবে। এটাই তার শাস্তি। ওকে ফাঁসি-টাসি দিয়ে কোন লাভ হবে বলে মনে হয় না।