দেশ বিদেশ
মীরসরাই ট্র্যাজেডি
আরও ১ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৬ আগস্ট ২০২২, শনিবার
চট্টগ্রামের মীরসরাইয়ে পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কার ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আয়াত হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের ভর্তির পরের দিনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তার অক্সিজেন স্যাচুরেশন ৮০’র নিচে নেমে গিয়েছিল। এছাড়া দুর্ঘটনার সময় তার মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত পায়। দিন দিন শারীরিক অবস্থার অবনতির কারণে তার জ্ঞান ফেরেনি। আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত আয়াত হোসেন এই বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি হাটহাজারী উপজেলার চিকনদণ্ডি ইউনিয়নের খন্দকিয়া গ্রামের দিনমজুর আব্দুস শুক্কুরের ছেলে। জানা যায়, দুর্ঘটনার পর আয়াতের বাবা-মাসহ সবাই চলে আসেন চমেক হাসপাতালে। এরপর থেকে তারা সেখানেই আছেন।এই সুযোগে তার বাসায় হানা দেয় চোরের দল। চোরেরা বাসা থেকে ফ্যান লাইট থেকে শুরু করে আয়াতের শখের সাইকেল পর্যন্ত চুরি করে নিয়ে যায়। উল্লেখ্য, গত ২৯শে জুলাই দুপুরে মিরসরাই উপজেলার বড়তাকিয়া রেলক্রসিংয়ে রেললাইনে উঠে পড়া একটি মাইক্রোবাসকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে ১১ জন ঘটনাস্থলেই মারা যান। আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরমধ্যে পারভেজ নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরদিন হাসপাতাল থেকে ছাড় দেয়া হয়। বর্তমানে চমেক হাসপাতালে আরও ৪ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।