ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বিএনপি’র বর্ধিত সভার স্থান চূড়ান্ত

স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

জাতীয় সংসদ ভবনের এলডি হলসহ মাঠ প্রাঙ্গণে দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত করেছে বিএনপি। মঙ্গলবার থেকে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি বর্ধিত সভায় অংশগ্রহকারী নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে বলে কেন্দ্রীয় বিএনপি’র দপ্তর সূত্রে জানা গেছে। চিঠিতে বলা হয়েছে যে, আগামী ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপি’র বর্ধিত সভায় রাজধানীর পার্লামেন্ট মেম্বারস ক্লাবের আওতাধীন এলডি হলসহ মাঠে সকাল ১০টায় থেকে দিনব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ২৫শে ফেব্রুয়ারি থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে নেতৃবৃন্দকে কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে। আমন্ত্রিত অতিথি যারা বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন তাদেরকে নাম ও পদবিসহ এক কপি স্ট্যাস্প সাইজ ছবি আগামী ২২শে ফেব্রুয়ারির মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। বিএনপি’র যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ জানান, দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত হয়েছে। সিনিয়র যুগ্ম মহাসচিবের নেতৃত্বে বাস্তবায়ন কমিটি এই সভা অনুষ্ঠানের সবকিছু করছে। বিএনপি’র বর্ধিত সভায় স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যরা, মহানগর ও জেলার সকল থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা থাকবেন। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য যারা দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও বর্ধিত সভায় উপস্থিত থাকবেন। সর্বশেষ ২০১৮ সালের ৪ঠা ফেব্রয়ারি বিএনপি’র বর্ধিত সভাটি হয়েছিল রাজধানীর ‘লা মেরিডিয়ান’ হোটেলের মিলনায়তনে।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status