বিশ্বজমিন
জাপান সাগরে রুশ নৌবাহিনীর সামরিক মহড়া: ইন্টারফ্যাক্সের প্রতিবেদন
মানবজমিন ডেস্ক
(৪ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

জাপান সাগরে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী। মস্কোর এই মহড়ায় অংশ নিয়েছে দেশটির নৌবাহিনীর বিশালাকার যুদ্ধজাহাজ অ্যাডমিরাল নেভেরস্কয়। এর মাধ্যমে জাপান সাগরে আর্টিলারি ফায়ারিং মহড়া চালিয়েছে মস্কো। সোমবার রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মহড়ায় যুদ্ধ জাহাজের ক্ররা যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করতে ফ্লাইট সিমুলেটর ব্যবহার করেন। এছাড়া ছোট ছোট লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে তারা মেশিনগান ব্যবহার করে মহড়া চালিয়েছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স। রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পরিকল্পিত যুদ্ধের প্রশিক্ষণ হিসেবে এই মহড়া পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
২
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত
৯