ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

নিউরোসায়েন্সেস হাসপাতালে সেবা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে

স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চারদিন যাবৎ চিকিৎসকদের চলা আন্দোলনে ভোগান্তিতে পড়েন রোগীরা। তবে গতকাল সেবা কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর এক নেতাকে পাবনা থেকে বদলি করে নিয়ে আসাকে কেন্দ্র করে হাসপাতালটিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগও করেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। পরিচালকের পদত্যাগের দাবিতে চিকিৎসকদের কর্মসূচিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার ঘটনায় গত চারদিন কর্মবিরতি ও আন্দোলনের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস  হাসপাতালে গতকাল জরুরি ও বহির্বিভাগের সেবা চালু থাকার পাশাপাশি নিয়মিত অস্ত্রোপচারও হয়েছে। হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু জানান, গতকাল সকাল থেকে হাসপাতালের ছয়টি অপারেশন থিয়েটার এবং একটি ক্যাথ ল্যাবে ডাক্তাররা অস্ত্রোপচার করেছেন। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণরূপে চালু আছে। কোথাও কোনো সমস্যা নেই। অন্তঃবিভাগ ও বহির্বিভাগের কার্যক্রম খোলা রয়েছে। কোনো কর্মবিরতি নেই এবং স্থগিত হওয়া নিয়মিত অস্ত্রোপচারগুলো এখন করা হচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশনার আলোকে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই কাজ করছেন বলে জানান ডা. হুমায়ুন কবির হিমু। হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি স্বার্থান্বেষী মহল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ও বহিরাগতদের নিয়ে পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারা চালায়। তবে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নিয়ে গেছে পুলিশ। পরিস্থিতি এখন স্বাভাবিক এবং সবাই কাজ করছে।  এদিকে, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মণ্ডলকে পাবনা থেকে বদলি করে আবারো রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে আসার প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। তবে যাকে ঘিরে এই আন্দোলন এবং পরিচালকের পদত্যাগÑ সেই ডা. গুরুদাস মণ্ডলের বদলিও বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার গত ১১ই ফেব্রুয়ারির ৪৫.০০.০০০০.১৪৭.১৯.০০২.২৪.১৫৬ নং স্মারকে ডা. গুরুদাস মণ্ডল (৪৩৬৬৬), সহযোগী অধ্যাপক, নিউরোলজি, মেডিকেল কলেজ, পাবনাকে সহযোগী অধ্যাপক, নিউরোলজি, ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা সংযুক্ত হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল, ঢাকায় বদলি/পদায়ন আদেশে তার সংশ্লিষ্ট অংশটুকু এতদ্বারা বাতিল হলো। চিকিৎসকদের একাধিক সূত্রে জানা গেছে, চার মাস আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মণ্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। তবে সম্প্রতি তাকে আবারো নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।  এর প্রেক্ষিতে গত ১২ই ফেব্রুয়ারি সকালে হাসপাতালের ৪০২ নম্বর রুমে জরুরি বৈঠকে বসেন বিএনপি ও জামায়াতপন্থি চিকিৎসকরা। এসময় হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী ও আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা চালায়। অভিযোগ উঠে হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত। এরপর কর্মবিরতি দিয়ে আন্দোলন শুরু করেন চিকিৎসকরা। এমনকি চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status