বিশ্বজমিন
শ্রীলংকার বায়ুচালিত বিদ্যুৎ বিষয়ক প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করছে ভারতের আদানি
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

শ্রীলংকার প্রস্তাবিত দুটি বায়ুচালিত বিদ্যুৎ প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে ভারতের আদানি গ্রিন এনার্জি। তারা বৃহস্পতিবার এ বিষয়টি জানিয়ে দিয়েছে শ্রীলংকাকে। এ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমিয়ে আনার চেষ্টা করছে এমনটা কলম্বো জানানোর দুই সপ্তাহ পর আদানি গ্রিন এনার্জি এই সিদ্ধান্ত নিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নভেম্বরে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার গৌতম আদানি ও অন্যান্য নির্বাহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ঘুষ দেয়ার অভিযোগ তোলে। তারা বলে, ভারতীয় বিদ্যুৎ সরবরাহের চুক্তি পেতে তারা ঘুষ দিয়েছেন। তবে আদানি গ্রুপ এ অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আার পর আদানি গ্রুপের প্রকল্পগুলো নিয়ে পর্যালোচনা শুরু করে শ্রীলংকা। গত মাসে শ্রীলংকা সরকার বলে যে, তারা উৎপাদিত বিদ্যুতের দাম কমিয়ে আনা নিয়ে আদানি গ্রুপের সঙ্গে আলোচনা শুরু করেছে। তারা প্রতি কিলোওয়াট-আওয়ার বিদ্যুতের দাম ০.০৬ ডলার বা তারও কম করতে চায়। আগে এর দাম ধরা হয়েছিল ০.০৮ ডলার। আদানি গ্রুপের মুখপাত্র বলেছেন, তারা আর্থিকভাবে সক্ষম নন বলে এসব প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছেন। তিনি আরো বলেন, এটা জানা গেছে যে প্রকল্পের প্রস্তাব পুনর্বিবেচনার জন্য আলোচনার জন্য মন্ত্রীপরিষদ নিযুক্ত আরেকটি কমিটি এবং প্রকল্প কমিটি গঠন করা হবে। শ্রীলংকার বিনিয়োগ বিষয়ক বোর্ডের চেয়ারম্যানকে লেখা চিঠিতে এসব কথা জানিয়ে দেয়া হয়েছে। রয়টার্স ওই চিঠি দেখতে পেয়েছে। বুধবার লেখা চিঠিতে আরও বলা হয়েছে, বিষয়টি নিয়ে বোর্ডে আলোচনা করা হয়েছে এবং সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, কোম্পানিটি শ্রীলংকার সার্বভৌমত্বের অধিকার এবং তাদের পছন্দকে পুরোপুরি সম্মান দেখায়। এ জন্য সম্মানের সঙ্গে তারা নিজেদের প্রত্যাহার করবে।
বৃহস্পতিবার আদানি গ্রিন একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, যদি সরকার চায় তাহলে শ্রীলংকার সঙ্গে ভবিষ্যত সহযোগিতার জন্য এবং শ্রীলংকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আদানি গ্রিন। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে শ্রীলংকার বিনিয়োগ বোর্ড। শ্রীলংকার উত্তরাঞ্চলের শহর মান্নার এবং পুনেরিয়ান গ্রামে দুটি বায়ুচালিত বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ করতে চেয়েছিল আদানি গ্রিন। একই সঙ্গে দুটি ট্রান্সমিশন প্রকল্পের কাজও করতে চেয়েছিল। শ্রীলংকার সবচেয়ে বড় বন্দর কলম্বোতে একটি ৭০ কোটি ডলারের টার্মিনাল প্রকল্প নির্মাণের সঙ্গেও জড়িত আদানি গ্রুপ। আর্থিক সংকটে থাকা শ্রীলংকা আমদানি খরচের বিরুদ্ধে লড়াই করতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রকল্পের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।