ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

লিলির পণ্য নকলকারী অসাধু ব্যবসায়ীকে জেল-জরিমানা দিলো বিএসটিআই

অর্থনৈতিক রিপোর্টার

(১ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৮:১৫ অপরাহ্ন

mzamin

দেশের সবচেয়ে জনপ্রিয় কসমেটিকস, হোমকেয়ার ও স্কিনকেয়ার পণ্য উৎপানকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড লিলির পণ্য নকল করে ধরা পড়লো অসাধু চক্র। মেগাস্টার শাকিব খানের প্রতিষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড লিলির পণ্য নকল করতে গিয়ে কঠোর শাস্তি পেল প্রতারক। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্ট এই প্রতারককে জরিমানাসহ জেলদণ্ড দিয়েছে।
কর্মকর্তারা জানান, খবর পেয়ে গত সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দনিয়ায় মাদ্রাসা রোডের মায়ের দোয়া কনজ্যুমার ইন্ডস্ট্রিজে বিএসটিআই-এর নির্বাহী মেজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ওই প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান লিলির পণ্য নকল করে বাজারজাত করছিলেন। এসময় লিলি ছাড়াও অন্য কিছু ব্র্যান্ডের পণ্যও উদ্ধার করেন বিএসটিআই কর্মকর্তারা।  

কেন জনপ্রিয় ব্র্যান্ড লিলির পণ্য নকল করছেন, বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি অসাধু ব্যবসায়ী মিজানুর রহমান। বিএসটিআইয়ের লাইসেন্স চাইলেও তা দেখাতে পারেননি বরং অন্য ব্যক্তির ওপর দায় চাপিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। কোন ধরনের নথিপত্র দেখাতে না পারায় বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট অসাধু ব্যবসায়ী মিজানুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। অবৈধভাবে মানহীন পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাথে এ শাস্তি দেয়া হয়। এছাড়া অবৈধ মালামাল জব্দসহ ধ্বংসও করা হয়।

বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, লিলির পণ্য নকলকারীকে ধরে ফেলায় ক্রেতারা ঝুঁকিমুক্ত হলেন। স্বনামধন্য ব্রান্ড লিলির সুন্নাম ক্ষুন্ন করতেই ওই অসাধু ব্যবসায়ী এহেন অপকর্মে লিপ্ত হয়। নকল পণ্য রোধে বিএসটিআইয়ের এমন অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান সংস্থাটির কর্মকর্তারা।

এদিকে নকলকারীকে শাস্তি দেয়ায় বিএসটিআইকে ধন্যবাদ দিয়েছেন মেগাস্টার শাকিব খান। তিনি বলেন, জনগণকে অথেন্টিক পণ্য পৌঁছে দিতে আমরা কাজ করছি। কিছু অসাধু চক্র মানহীন ভেজাল পণ্য বাজারে ছড়াতে চেষ্টা করেছিল। বিএসটিআই তা রুখে দিয়েছে।

উল্লেখ্য, বাজারে প্রথম ও একমাত্র হালাল সার্টিফিকেশন পেয়েছে লিলির পণ্য। সবচেয়ে দ্রুততম সময়ে জিএমপি সনদ অর্জনসহ রপ্তানিও হচ্ছে রিমার্ক হারল্যানের পণ্য।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status