বিশ্বজমিন
তাইওয়ানকে শাসাতে ২৭ যুদ্ধবিমান পাঠালো চীন
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০১ অপরাহ্ন

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর শেষ করার কিছু পরই দেশটির স্বঘোষিত আকাশ-প্রতিরক্ষা সীমার ভেতরে ঢুকেছে ২৭টি চীনা যুদ্ধবিমান। এর আগে চীন বৃহস্পতিবার থেকে তাইওয়ানের চার দিকে মোট ছয়টি জায়গায় সামরিক মহড়া চালানোর ঘোষণা দেয়। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, মহড়াটি আজই শুরু হবার কথা। তবে তার আগেই ২৭ চীনা বিমানের তাইওয়ানের আকাশে ঢোকার ঘটনা ঘটলো। এর মধ্যে ২২টি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। এগুলোকে সাবধান করতে তাইওয়ানও তাদের জেট ওড়ায়।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তার তাইওয়ান সফর শেষ করে গতকাল তাইপে ছেড়েছেন। তিনি যেন এ সফরে না আসেন সে জন্য চীন যুক্তরাষ্ট্রের প্রতি কড়া হুঁশিয়ারি দেবার পর এ নিয়ে দু'দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল।