বিশ্বজমিন
ফেব্রুয়ারিতেই মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ইসরাইল ও মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজা দখলের হুমকি দেয়ার পর বিশ্ব জুড়ে ব্যাপক নিন্দার মধ্যেই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, রুবিও ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইসরাইল এবং মধ্যপ্রাচ্য সফর করবেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার পর তিনি ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এবং সৌদি আরব সফর করবেন।
এদিকে যুক্তরাষ্ট্র গাজা দখলের অংশ হিসেবে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরামর্শের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। অবশ্য গাজাবাসীকে অন্য স্থানে স্থানান্তরের বিষয়টি সাময়িক বলে জানিয়েছেন রুবিও। বুধবার তিনি বলেছেন, হামাস-ইসরাইল যুদ্ধের পর গাজাকে পুনর্গঠন করতে হলে উপত্যকাটির বাসিন্দাদের ‘অন্তর্বর্তীকালীন’ কোনো স্থানে সিরয়ে নিতে হবে।
মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরের পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই মধ্যপ্রাচ্য সফর করবেন রুবিও। ওই অঞ্চলে স্থিতিবস্থা অব্যাহত রাখতে ট্রাম্পের নীতির অনুসরণ করেই সেখানে আলোচনা করবেন তিনি।
এদিকে, গত মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে এক আকস্মিক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। তিনি বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুননির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে, যা বিপুলসংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে। তবে তিনি স্পষ্ট করেননি এই কর্মসংস্থান কার জন্য হবে, কারণ তিনি একইসঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন। গাজায় ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার ট্রাম্পের প্রস্তাবে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।