অর্থ-বাণিজ্য
ডলার নিয়ে কারসাজি
৫ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত, ৪২টিকে শোকজ
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২ আগস্ট ২০২২, মঙ্গলবার, ৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২০ পূর্বাহ্ন

ফাইল ছবি
খোলাবাজারে ডলার নিয়ে কারসাজি করায় পাঁচ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ৪২ মানি এক্সচেঞ্জকে কারণ দর্শাতে বলা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
শোকজের যথাযথ উত্তর দিতে পারলে এসব মানি এক্সচেঞ্জের লাইসেন্সের বিষয়ে বিবেচনা করা হবে। অভিযানে আরও ৯টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান লাইসেন্স না নিয়ে এতদিন ব্যবসা করে আসছিল।
সিরাজুল ইসলাম বলেন, ডলারে অনিয়ম পেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। এরই মধ্যে আমাদের অভিযানে পাঁচটি মানি চেঞ্জার হাউজকে সাসপেন্ড করা হয়েছে। তাদের কাছে নানা অনিয়ম পাওয়া গেছে। যাদের লাইসেন্স নেই তাদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে, তারা ব্যবস্থা নেবে।
ডলারের দাম নিয়ন্ত্রণে পরিদর্শন অব্যাহত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। অপরাধীদের দৌরাত্ম্য কমাতে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক টিম কাজ করছে মাঠে।
।পাঠকের মতামত
Those money exchanges will pay some bribes to the BAL politicians and bureaucrats, and then everything will be alright.
কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আজ প্রাইম ব্যাংক একটা ফরেন রেমিটেন্স সেটেল করল ৯৩টাকাতে। আবার ব্যাংক সেল করলে ১০৮-১১০ টাকা। এগুলো দেখার কি কেউ নেই? ১৫টাকা লসে যদি ব্যাংক সাধারণ মানুষকে ডলার এডজাস্ট করতে বাধ্য করে, তবে কোন পাগলের ঠেকা পড়ছে ডলার দেশে আনার? আশা করি সাংবাদিক সাহেবগণ ব্যাপারটা দেখবেন৷