বিশ্বজমিন
হবু স্ত্রীকে ঘরে তোলা হলো না অনীলের
মানবজমিন ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার
চোখে-মুখে প্রিয়তমা হবু স্ত্রীকে ঘরে তোলার স্বপ্ন অনীলের। সেই স্বপ্ন নিয়ে নিজের বিয়ের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়েছিলেন। কিন্তু বিধির কী নির্মম পরিহাস! হবু বধূর গলায় পরানো হলো না মালা। হলো না সাতপাকে বাঁধা পড়া। তার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন অনীল। তিনি যে গাড়িতে করে নিমন্ত্রণপত্র বিলি করছিলেন আকস্মিক তাতে আগুন ধরে যায়। তাতে মারা যান অনীল। শনিবার রাতে দিল্লিতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের দেয়া তথ্যমতে গাড়িতেই মারা যান তিনি। তবে কীভাবে আগুন লেগেছে তা অজানা। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। আগামী ১৪ই ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তার। অনীলের বড় ভাই সুমিত বলেন, দুপুরে নিজের বিয়ের নিমন্ত্রণপত্র বিলি করতে বের হন তিনি। সন্ধ্যা হওয়ার পরও বাড়ি না ফেরায় তাকে ফোন করা হলে মোবাইল বন্ধ দেখায়। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের ফোন দিয়ে জানায়, দুর্ঘটনার শিকার হয়েছে অনীল। তিনি হাসপাতালে ভর্তি। অনীলের হবু শ্যালক যোগেশ বলেন, তিনি এবং অনীল একসঙ্গে কাজ করতেন। এদিকে দুর্ঘটনা নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছে তারা।