ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্কার জরুরি: ডিসিসিআই সভাপতি

অর্থনৈতিক রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৭:০৪ অপরাহ্ন

mzamin

এলডিসি উত্তরণ–পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ কিছু খাতে সংস্কার প্রয়োজন বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। আমদানি-রপ্তানি নীতিমালা, রাজস্বকাঠামো, আর্থিক ব্যবস্থাপনা, লজিস্টিক নীতিমালা, জাতীয় বাজেট ও মুদ্রা নীতিসহ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ–সংশ্লিষ্ট বিদ্যমান কাঠামোর সংস্কার ও যুগোপযোগীকরণের বিকল্প নেই বলে তাঁর মত।

রোববার অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকারে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এ অভিমত ব্যক্ত করেন। খবর বিজ্ঞপ্তি।

কোভিড মহামারি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, ২০২৪ সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তন–পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বাংলাদেশ এলডিসি–পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি ভালোভাবে নিতে পারেনি বলে উল্লেখ করেন তাসকিন আহমেদ। তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় এলডিসি উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।

ডিসিসিআই সভাপতি বলেন, এ লক্ষ্যে সরকার ও বেসরকারি খাতের যৌথ আলোচনার মাধ্যমে করণীয় নির্ধারণ ও বাস্তবায়নে ‘বাস্তবভিত্তিক উত্তরণ কৌশল (স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি-এসটিএস)’ প্রণয়ন করা আবশ্যক। পাশাপাশি এলডিসি–পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যবসা ও বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের পক্ষ হতে বেসরকারি খাতকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ওপর জোর দেন তিনি।

সম্প্রতি শতাধিক পণ্যের ভ্যাট, সম্পূরক শুল্ক, আবগারি শুল্ক ও কর বৃদ্ধির উদ্যোগের কারণে দেশের সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি। এতে মানুষ আরও চাপে পড়বে। সেই সঙ্গে ব্যবসায়িক ও বিনিয়োগ কার্যক্রম ব্যাহত হবে।

সরকার বেশ কিছু খাতের প্রস্তাবিত শুল্ক বৃদ্ধির উদ্যোগ পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে। তবে আসন্ন রমজানের আগে ভ্যাট ও ট্যাক্স বাড়ানোর উদ্যোগ কোনোভাবেই কাম্য নয় বলে মত প্রকাশ করেন ডিসিসিআই সভাপতি। বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ ব্যবস্থাপনার বিদ্যমান অনিয়ম দূর করতে বাজার মনিটরিং কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান তাসকীন আহমেদ। তিনি আরও বলেন, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রাপ্তি ও সহনীয় মূল্য নিশ্চিত করতে পণ্যের সরবরাহ বাড়ানো ও বাজার নজরদারিতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া জরুরি।

সাক্ষাৎকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, জুলাই গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিরতা এবং দেশের বিভিন্ন স্থানে অপ্রত্যাশিত বন্যার কারণে স্থানীয় পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়েছে। ইতিমধ্যে সামগ্রিক পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। অর্ন্তবর্তী সরকার এই পরিস্থিতির উত্তরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাণিজ্য উপদেষ্টার আশাবাদ, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে। সম্প্রতি চালের মূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি সরকারের নজরে এসেছে। দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে বিদ্যমান কর আহরণের হার ও করজাল সম্প্রসারণের বিকল্প নেই বলে তিনি মত প্রকাশ করেন।

এলডিসি উত্তরণের ফলে দেশের বেসরকারি খাত বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিষয়টি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগসংশ্লিষ্ট নীতিমালার সংস্কার ও সবার সম্মিলিত উদ্যোগ একান্ত অপরিহার্য।

বাস্তবভিত্তিক উত্তরণ কৌশল (স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি-এসটিএস) পুনঃপর্যালোচনায় জোর দেন উপদেষ্টা। তিনি বলেন, নীতিসহায়তা ও ধারাবাহিকতা অব্যাহত না থাকলে স্থানীয় ও বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কমবে। ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগের চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে বাণিজ্য উপদেষ্টা মত প্রকাশ করেন।

ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহসভাপতি মো. সালিম সোলায়মান এ সময় উপস্থিত ছিলেন।
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status