ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

গাড়ি চাপা ও ছুরি হামলার দায়ে চীনে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

মানবজমিন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৩:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

ভয়াবহ দুটি হামলার দায়ে অভিযুক্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। গত বছরের নভেম্বরে একই সপ্তাহের মধ্যে পৃথক দুটি হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করলো বেইজিং। দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন, ৬২ বছর বয়সী ফ্যান ওয়েইকিউ এবং ২১ বছর বয়সী জু জিয়াজিন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

এতে বলা হয়, ২০২৪ সালের নভেম্বর মাসে একটি স্টেডিয়ামের বাইরে ব্যায়ামরত মানুষের ওপর গাড়ি উঠিয়ে দেন ওয়েইকিউ। এতে ঘটনাস্থলেই ৩৫ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও বেশ কয়েকজন। বলা হচ্ছে গত কয়েক দশকের মধ্যে চীনের মাটিতে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। এর কয়েক দিন পর জু জিয়াজিন নামের ওই ব্যক্তি দেশটির পূর্বাঞ্চলীয় উক্সি শহরের নিজ বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে আটজনকে হত্যা করেন। তার হামলায় আহত হন আরও ১৭ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে বিবাহবিচ্ছেদের ফলে সম্পদের ভাগাভাগি নিয়ে ‘অসন্তুষ্ট’ হয়ে গাড়ি হামলা চালান ওয়েইকিউ নামের ওই ব্যক্তি। অন্যদিকে পরীক্ষায় বাজে ফলাফলের জন্য ডিপ্লোমা অর্জনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান জু। 

১১ নভেম্বর ঘটনাস্থল থেকেই আটক হন ফ্যান ওয়েইকিউ। হামলার পর আত্মহত্যার চেষ্টা করছিলেন তিনি। সেসময় তাকে আটক করেছে পুলিশ। পরে ডিসেম্বরে ‘জননিরাপত্তা বিপন্ন’ করায় ওয়েইকিউকে দোষী সাব্যস্ত করেন আদালত। হামলার পদ্ধতিকে অত্যন্ত নিষ্ঠুর বলে বর্ণনা করেছেন বিচারক। এর পর আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। যার এক মাসেরও কম সময়ের মধ্যে সোমবার ওয়েইকিউর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি জু নিজেই তার সকল দোষ স্বীকার করেছে। আদালতে দেয়া জবানবন্দীতে গত ১৬ নভেম্বর ‘কোনো দ্বিধা ছাড়াই’ অপরাধ স্বীকার করে নেন তিনি। এর একদিন পর তাকেও মৃত্যুদণ্ড দেয় হয়। জুর অপরাধ ‘অতন্ত গুরুতর’ বলে অভিহিত করেছেন বিচারক। সোমবার ওয়েইকিউর সঙ্গে তারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট/ আবারো ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তেজনা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status