ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

শাবি অ্যালামনাই প্রতিষ্ঠায় প্রাক্তনদের মিলনমেলা, মতবিনিময়

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

mzamin

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় অ্যালামনাই প্রতিষ্ঠার লক্ষ্যে সাবেক শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই জানুয়ারি সন্ধ্যায় শাবি প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় রসায়ন বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ড. মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, কেন্দ্রীয় অ্যালামনাই প্রতিষ্ঠার ব্যাপারে সাবেক শিক্ষার্থীদের আর দেরি না করে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। অ্যালামনাইয়ের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগের মেলবন্ধন প্রতিষ্ঠা হয়। বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরা দেশে এবং উন্নত বিশ্বের অনেক নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ ব্যাপারে সাবেক শিক্ষার্থীরা যার যার অবস্থান থেকে শাবিপ্রবি অ্যালামনাই প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাজেদুল করিম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ক্ষেত্রে ফ্যাসিলিটেটর হিসেবে সহায়তা করতে প্রস্তুত। সকলের সম্মিলিত প্রয়াসে বিশ্ববিদ্যালয়কে গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে আরও এগিয়ে নিতে শাবিপ্রবি অ্যালামনাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় তিন যুগ পার হয়ে গেলেও কেন্দ্রীয় অ্যালামনাই করতে না পারাটা হতাশা ও অত্যন্ত দুঃখের বিষয়। তাই আর দেরি না করে শাবিপ্রবি অ্যালামনাই প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।অ্যালামনাই প্রতিষ্ঠায় ঐক্যমত পোষণ করে আরও বৃহৎ পরিসরে সকলকে অবহিত করতে আগামী ২৫ শে জানুয়ারি সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে একটি সভা আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী দেলোয়ার ইসমাইল টিটু, ড. মুজিবুর রহমান, মকদ্দুস আলী, সেলিম মোহাম্মদ আলী আসগর, ফয়সল আহমদ, মো. তৌফিক ইজদানী চৌধুরী, নাসিমা হক খান, রাহিমা পারভীন লিলি, আব্দুল মালিক, দিদার চৌধুরী, সাব্বির আহমদ চৌধুরী, সুরঞ্জিত রয়, মো মুখলিসুর রহমান, সৈয়দ জয়নুল হক, সৈয়দ এ এস সুলতান, তানভীর বখত চৌধুরী রাফি, প্রফেসর মো সাইফুল ইসলাম, প্রফেসর মো মুস্তাবুর রহমান, প্রফেসর মো মুনিম জোয়ারদার, প্রফেসর মো মাহবুবুল আলম, প্রফেসর মো. আনোয়ার হোসেন, প্রফেসর মো. খালিদুর রহমান, প্রফেসর আবু হায়াত মিঠু, কাশ্মীর রেজা, মখলিছুর রহমান পারভেজ, প্রফেসর পাবেল শাহরিয়ার, প্রফেসর রেদোয়ান আহমদ, প্রফেসর মো. মহিবুল আলম, মো. দেলোয়ার হোসেন শামীম, সৈয়দা আফসানা মুন, তানভীর রহমান বন্ধন, সুদীপ্ত জ্যুতি, সরকার জসিম উদ্দিন সম্রাট, মোস্তাক আহমেদ কায়েস, দিদারুল ইসলাম, আরিফ মাহমুদ, শ্রী বিশ্বজিৎ পাল ও ফয়জুল রহমান ফয়েজ প্রমুখ

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status