দেশ বিদেশ
ক্যান্সার রোগীদের অভয় দিলেন কেট, জানালেন তিনি সুস্থ হচ্ছেন
মানবজমিন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারবৃটিশ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের ক্যান্সার অনেকটা নিরাময় হয়েছে। তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। গত বছর তিনি প্রকাশ্যে ঘোষণা দেন ক্যান্সারে আক্রান্ত। তা নিয়ে বিশ্ব জুড়ে সংবাদ শিরোনাম হন কেট। তার জন্য বিভিন্ন স্থানে প্রার্থনা করা হয়। এরপর দীর্ঘদিন তাকে প্রকাশ্যে দেখা যায়নি। সম্প্রতি তিনি রাজপ্রাসাদ থেকে বেরিয়েছেন। এর মধ্যে লন্ডনে অবস্থিত রয়েল মার্সডেন হাসপাতালের ক্যান্সার রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের প্রতি সহানুভূতি জানাতে দিনটি সেখানে অতিবাহিত করেন তিনি। সেসময় নিজের ক্যান্সারের অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপি। উল্লেখ্য, শুধু কেট একাই নন, তার শ্বশুর রাজা তৃতীয় চার্লসও ক্যান্সারে আক্রান্ত বলে ফেব্রুয়ারিতে ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। কিন্তু তিনি কী ধরনের ক্যান্সারে আক্রান্ত তা গোপন রাখা হয়। এর ছয় সপ্তাহ পর কেটও ক্যান্সারের চিকিৎসা নেয়ার বিষয়টি জনসম্মুখে আনেন।
সেপ্টেম্বরে কেমোথেরাপি সম্পন্ন করার তথ্য দেন কেট। এরপর থেকে তার অসুস্থতা নিয়ে এই প্রথম আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে স্বামী প্রিন্স উইলিয়াম ও তার অসুস্থতার সময় পাশে থাকা সকলকে ধন্যবাদ জানান কেট। তিনি বলেন, শারীরিক অবস্থার উন্নতি স্বস্তির বিষয়। বর্তমানে তিনি পুরোপুরি স্স্থু হওয়াতে মনোনিবেশ করেছেন। রয়েল মার্সডেনে সাক্ষাতের সময় কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি নেয়া রোগীদের সেবা করার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। সে সময় টিনা অ্যাডুমো নামে এক নারীকে আলিঙ্গন করে সান্ত্বনা দেন কেট। ইনটেনসিভ কেয়ারে থেকে চিকিৎসা নিচ্ছেন টিনার ১৯ বছরের মেয়ে। নিজের চিকিৎসাকালীন সকল প্রকার সরকারি কর্তব্য পালন থেকে বিরত ছিলেন কেট। তবে গত বছর থেকে জনসম্মুখে আসা শুরু করেন। জুনে রাজা চার্লসের জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে কুচকাওয়াজ ও পরবর্তীতে জুলাইয়ে উইম্বলন্ডনে পুুরুষদের ফাইনালে তাকে দেখা যায়। সেখানে তাকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো হয়। ক্যান্সার রোগীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে কেট বলেন, আমি আপনাদের পাশে আছি। হাতে হাত মিলিয়ে আমরা এ পরিস্থিতি মোকাবিলা করবো।