বিশ্বজমিন
গাজায় নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে: গবেষণা
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
হামাস-ইসরাইল যুদ্ধে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সরকারি পরিসংখ্যানের চেয়েও মৃতের সংখ্যার আরও বেশি হতে পারে বলে ধারণা গবেষকদের। সম্প্রতি দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে টানা নয় মাস গাজায় ফিলিস্তিনিদের মৃতের পরিসংখ্যান রেকর্ড করেছে বৃটেনভিত্তিক ওই গবেষণা প্রতিষ্ঠান। এতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান, নিহত ব্যক্তির আত্মীয়দের ভাষ্য এবং বিভিন্ন অনলাইন জরিপের তথ্য ব্যবহার করেছে তারা। গবেষণায় অনুমান করা হয়েছে যে, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত শুধুমাত্র মানসিক আঘাতেই মারা গেছে ৬৪ হাজার ২৬০ জন ফিলিস্তিনি। যা মোট মৃত্যুর ৪১ শতাংশ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, এসব তথ্য অস্বীকার করেছে বৃটেনে অবস্থিত ইসরাইলি দূতাবাস। তারা বলছে, গাজা থেকে প্রাপ্ত যেকোনো তথ্য ‘অবিশ্বাযোগ্য’। এসব তথ্য হামাসের পক্ষে যাচ্ছে বলেও অভিযোগ করেছে তারা। তবে যুক্তরাজ্যভিত্তিক ওই গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান নির্ভরযোগ্য বলে মনে করছে জাতিসংঘের স্বাস্থ্য বিভাগ। তাদের পরিসংখ্যানে হামাস যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে- যাচাইকৃত তথ্যে নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।
অন্যদিকে গত আগস্টে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে তারা ১৭ হাজার হামাস যোদ্ধাকে নিহত করেছে। যদিও তাদের পরিসংখ্যান যাচাই করার উপায় নেই। কেননা গাজার অভ্যন্তরে আন্তর্জাতিক কোনো সাংবাদিককে প্রবেশের অনুমতি দিচ্ছেনা ইসরাইল। যার ফলে মাঠ পর্যায়ের তথ্য যাচাই বাছাই করা বেশ কঠিন।
সর্বশেষ গবেষক দলটি ‘ক্যাপচার-রিক্যাপচার’ নামক একটি পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করেছে, যা অন্যান্য সংঘাতে মৃত্যুর মূল্যায়ন করতে ব্যবহৃত হয়েছে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা নিহতের সংখ্যা গণনার বিভিন্ন প্রচেষ্টায় কতজন একাধিকবার গণনায় এসেছে তা পর্যবেক্ষণ করেছেন। এ গণনায় ওভারল্যাপ হয়েছে বলে ধারণা তাদের। হাসপাতালের রেকর্ড অনুযায়ী আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর যে পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় তার চেয়ে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাজায় ফিলিস্তিনিদের প্রতিদিনের হালনাগাদ মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এ পরিসংখ্যান প্রকাশ করে তারা। এছাড়া পরিবারের ভাষ্য এবং মিডিয়া থেকে পাওয়া মৃত্যুর তথ্যও সংকলন করছে মন্ত্রণালয়টি।
দ্য ল্যানসেটের প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে মৃতের সংখ্যা ৫৫ হাজার ২৯৮ জন থেকে ৭৮ হাজার ৫২৫ জন হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যেখানে প্রথম নয় মাসে মন্ত্রণালয়ের তথ্যে ৩৭ হাজার ৮৭৭ জনের মৃত্যুর খবর দেয়া হয়েছে।