দেশ বিদেশ
ব্রাজিলে প্রথমবার ‘মেড ইন বাংলাদেশ প্রদর্শনী’ জুনে
অর্থনৈতিক রিপোর্টার
১১ জানুয়ারি ২০২৫, শনিবারপ্রথমবারের মতো ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫’। রপ্তানিযোগ্য পণ্যের প্রচার, বাজার বৈচিত্র্যকরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার এবং ল্যাটিন আমেরিকায় বিশেষ করে ব্রাজিলে নেটওয়ার্কিং সহজতর করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)। আগামী ১৫ থেকে ১৮ই জুন ব্রাজিলের সাও পাওলোতে প্রথমবারের মতো এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। গত বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিবিসিসিআই এসব তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন- বিবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল আলম এবং মূল বক্তব্য উপস্থাপন করেন- বিবিসিসিআই’র মহাসচিব মো. জয়নাল আবদিন। অনুষ্ঠানে ব্রুনাই রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান, বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. বশির আহমেদ, ঢাকাস্থ ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভেইরা জানুজ্জি, কৃষি অ্যাটাশে সিলভিও লুইজ রদ্রিগেজ টেস্টাসেক্কা, ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জিএম চৌধুরী, ও ইমপালস ফ্যাশনের সিইও হাসান আরিফ সাকিল ও রুবেল গুডস লিমিটেডের সিইও আনিস উল ইকরাম উপস্থিত ছিলেন। ঢাকাস্থ ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস জানান, অনেক দিন ধরে ব্রাজিল থেকে বাংলাদেশে গরুর মাংস আমদানি করার কথা থাকলেও আগের সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতা এবং সার্টিফিকেশন না পাওয়ার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে এখন অচিরেই এ সমস্যার সমাধান হবে। পাশাপাশি দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি আরও উন্নত হবে বলেও উল্লেখ করেন তিনি। বিবিসিসিআই’র সহ-সভাপতি সাইফুল আলম বলেন, ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ‘মেড ইন বাংলাদেশ এক্সিবিশন-২০২৫’ দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে সহায়তা করবে। যেখানে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া, টেক্সটাইলসহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে বলে আশা করছে আয়োজক সংগঠন।