দেশ বিদেশ
এবি পার্টির চেয়ারম্যান পদে নির্বাচন, আজ ফলাফল-কাউন্সিল
স্টাফ রিপোর্টার
১১ জানুয়ারি ২০২৫, শনিবারনতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেবা ও সমস্যা সমাধানের রাজনৈতিক স্লোগানকে সামনে নিয়ে যাত্রা শুরু করা আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে দিনভর ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে আজ জাতীয় কাউন্সিলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। গতকাল সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, একটানা রাত ৯টা পর্যন্ত চলে।
দেশ-বিদেশে অবস্থানরত প্রায় ২ হাজার ৮ শ’ কাউন্সিলর এই নির্বাচনে ভোট প্রদান করেন। দেশের কাউন্সিলররা সশরীরে উপস্থিত হয়ে প্রবাসে ও অসুস্থতাজনিত অনুপস্থিত কাউন্সিলররা অনলাইনে ভোট দেন। নির্বাচনে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ওদিকে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে সোহ্রাওয়ার্দী উদ্যানে নির্মিত ভোটকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাউন্সিলরদের ভোট দিতে দেখা যায়। এবি পার্টির নেতাকর্মীরা জানান, গঠনতন্ত্র অনুযায়ী গত ২৭ ও ২৮শে জানুয়ারি নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৬০ জন প্রার্থীর বিপরীতে ২১ জন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন।
গতকাল চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শেষে নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যরা ভোটের মাধ্যমে দলের সেক্রেটারি নির্বাচিত করেন। চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচনের ফলাফল আজ কাউন্সিলে ঘোষণা করা হবে।