বিশ্বজমিন
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৫ জনের মৃত্যু
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৮ অপরাহ্ন
শীতকালীন প্রবল ঝড়ে যুক্তরাষ্ট্রে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঝড়ের কারণে ভারী তুষার পাতের কবলে পড়েছে দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্য। এতে গণহারে স্কুল বন্ধ এবং ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু মানুষ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি । এতে বলা হয়, তীব্র ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রাজ্যগুলো হচ্ছে- মেরিল্যান্ড, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া, কানসাস, মিসৌরি, কেনটাকি এবং আরকানসাস। উত্তর মেরুকে ঘিরে থাকা বরফের তীব্র হিমেল বাতাসের ঘূর্ণিতে সৃষ্ট ঝড়ে এ পর্যন্ত ২ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান বিমান কর্তৃপক্ষ। এছাড়া ৯ হাজার ফ্লাইটে বিলম্ব হয়েছে। ঝড়ের কারণে সোমবার রাতে বিভিন্ন রাজ্যের প্রায় দুই লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ বিভাগ। এছাড়া পূর্ব আমেরিকার বেশির ভাগ এলাকায় ভারী তুষারপাত এবং শিলাবৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত ঝড়ো হিমেল বাতাসের প্রকোপ থাকতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সোমবার ওয়াশিংটন ডিসিতে মিলিত হয়েছিলেন আইনপ্রণেতারা। সেখানে ৫ থেকে ৯ ইঞ্চি পর্যন্ত তুষার জমেছে। মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার কিছু অংশ এক ফুট পর্যন্ত তুষার জমার খবর পাওয়া গেছে। তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানসাস অঙ্গরাজ্য। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অঙ্গরাজ্যটির কাছে তুষারঝড়ের সময় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন বলেছে, টেক্সাস অঙ্গরাজ্যের হুইসটনে সোমবার সকালে একটি বাসস্ট্যান্ডের সামনে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তীব্র ঠান্ডায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।