বিশ্বজমিন
ইউক্রেনকে আর্থিক ও বিদ্যুৎ সহায়তা বন্ধের হুমকি স্লোভাকিয়ার
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩৫ অপরাহ্ন
ইউক্রেনীয় শরণার্থীদের আর্থিক সহায়তা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। কিয়েভের মধ্য দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধে ইউক্রেনের সঙ্গে নতুন উত্তেজনায় জড়ালেন তিনি। রবার্ট ফিকো বলেছেন, তিনি ইউক্রেনের ১ লাখ ৩০ হাজার শরণার্থীর আর্থিক সহায়তার পাশাপাশি বিদ্যুৎ সহায়তাও বন্ধ করবেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ১লা জানুয়ারি চুক্তি শেষ হওয়ায় ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কিয়েভ। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। ইউরোপে গ্যাস ট্রানজিটের প্রবেশপথ হচ্ছে স্লোভাকিয়া। এর মাধ্যমে দেশটি প্রতিমাসে লাখ লাখ ইউরো আয় করত। কিন্তু ইউক্রেনের ওই সিদ্ধান্তের ফলে সেই আয় থেকে বঞ্চিত হচ্ছে ইউরোপের ওই দেশটি। ভৌগোলিক দিক দিয়ে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ দেশ স্লোভাকিয়া। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর সর্বশেষ তথ্যানুসারে বিশ্বে বর্তমানে শরণার্থীর সংখ্যা ৬৮ লাখ ১৩ হাজার ৯০০ জন। যার মধ্যে স্লোভাকিয়ায় আশ্রয় নিয়েছেন ইউক্রেনের ১ লাখ ৩০ হাজার ৫৩০ জন শরণার্থী। গত ডিসেম্বরে আকস্মিকভাবে মস্কো সফর করেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধে ক্ষোভ প্রকাশ করে কিয়েভের পদক্ষেপকে ‘নাশকতা’ বলে উল্লেখ করেছেন ফিকো। শরণার্থীদের আর্থিক সহায়তা বন্ধের পাশাপাশি ইউক্রেনকে বিদ্যুৎ দেয়া বন্ধেরও হুমকি দিয়েছেন তিনি। ফিকো বলেছেন, গ্যাস সরবারাহ বন্ধ হওয়ায় স্লোভাকিয়া কোনো ঝুঁকিতে নেই, কেননা ইতিমধ্যেই দেশটি বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে। তবে ইউক্রেন গ্যাস সরবরাহ বন্ধ করায় স্লোভাকিয়া যে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে তা উল্লেখ করে ফিকো বলেছেন, ইউক্রেনের কারণে ৫০ কোটি ইউরো ট্রানজিট ফি হারাবে স্লোভাকিয়া।