ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

তাইওয়ানের সঙ্গে আন্তঃপ্রণালী বিনিময়ে চীনকে দুষলেন লাই চিং তে

মানবজমিন ডেস্ক

(৬ মাস আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

তাইওয়ানের সঙ্গে আন্তঃপ্রণালী বিনিময় শুরুর করার অন্তরায় হিসেবে চীনকে দুষছেন প্রেসিডেন্ট লাই চিং তে। চীনের সঙ্গে সমান ও মর্যাদাপূর্ণ বিনিময়কে স্বাগত জানাতে তার প্রশাসনের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। তবে এ বিনিময় পুনরায় শুরু করার ক্ষেত্রে বেইজিং বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেছেন লাই। এ খবর দিয়েছে ভয়েস অফ আমেরিকা। এতে বলা হয়, ২০২৪ সালের মে মাসে প্রেসিডেন্ট হওয়ার পর নববর্ষের ভাষণে লাই বলেন, পারস্পরিক মর্যাদার নীতির অধীনে চীনের সঙ্গে সুস্থ ও সুশৃঙ্খল বিনিময় আশা করে তাইওয়ান। তাইওয়ানের গণতন্ত্রকে দুর্বল করার জন্য চীনের আন্তঃপ্রণালী বিনিময়ে বাধা হওয়ার প্রচেষ্টা এ দেশের জনগণের আস্থা অর্জনের জন্য ‘খারাপ’ হবে বলেও মন্তব্য করেছেন তিনি। লাই বলেন, বেইজিং তাইওয়ান প্রণালীজুড়ে চীনা পর্যটকদের ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করে বা চীনা শিক্ষার্থীদের তাইওয়ানে পড়াশোনা করতে বাধা দিয়ে নাগরিক সমাজ বিনিময় বন্ধ করে দিচ্ছে। আন্তঃপ্রণালীর গতিশীলতা মোকাবিলা করার পাশাপাশি লাই চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো কর্তৃত্ববাদী দেশগুলো নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য যে হুমকি সৃষ্টি করেছে সে সম্পর্কে সতর্ক করেন। লাই বলেন, তাইওয়ানকে অবশ্যই শান্তির সময়ও বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে, প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি অব্যাহত রাখতে হবে, প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে হবে এবং আত্মরক্ষার দৃঢ় সংকল্প প্রদর্শন করতে হবে। এর বিরুদ্ধে চীন ক্রমাগত সামরিক চাপ বৃদ্ধি অব্যাহত রাখার প্রেক্ষাপটে লাই এ বক্তব্য দেন। গত মে মাসে তিনি দায়িত্ব নেয়ার পর থেকে চীন তাইওয়ানের চারপাশে দুটি সামরিক মহড়া চালিয়েছে এবং দ্বীপটির নিকটবর্তী জল ও আকাশসীমায় সামরিক বিমান ও নৌ বাহিনীর জাহাজ মোতায়েনের সংখ্যা বাড়িয়েছে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status