অর্থ-বাণিজ্য
ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মওলার পদত্যাগ
অর্থনৈতিক রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:৫০ অপরাহ্ন
অবশেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) মুহাম্মদ মনিরুল মওলা পদত্যাগ করছেন। তিনি চলতি সপ্তাহ থেকে অফিস করছেন না। মূলত তিনি কর্তাদের বাধার মুখে ১৯শে ডিসেম্বর অফিস ছেড়ে পদত্যাগপত্র ই-মেইল যোগে পাঠান। আগামী ২৯শে ডিসেম্বর ব্যাংকটির বোর্ড সভায় তার পদত্যাগপত্রের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এস আলমে ঋণ জালিয়াতির সহায়তাকারী হিসেবে ব্যাংকটির কর্মকর্তারা নানাভাবে আন্দোলন করে আসছিল। পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাংকটির কর্মকর্তাদের তোপের মুখে বাধ্য হন চলে যেতে। পরে আবারও তিনি অফিস শুরু করেন আগের দায়িত্বে (এমডি)। সম্প্রতি তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে ঋণ অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে। সবশেষে গত ১৯শে ডিসেম্বর পদত্যাগ করেন।
নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভ্যন্তরীণ সমস্যার কারণে ব্যবস্থাপনা পরিচালক এখন অনুপস্থিত আছেন। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ বিষয়ে আমরা শুনেছি। আনুষ্ঠানিকভাবে জানা হবে ২৯শে ডিসেম্বর।
জানা গেছে, জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী এস আলম, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সিইও ও এমডি মনিরুল মাওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলা করেন সংস্থাটির উপপরিচালক ইয়াছিন আরাফাত। মামলার এজাহার মতে, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে এ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন।
good news