ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

সঞ্চয়পত্রে যুক্ত হলো আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা

অর্থনৈতিক রিপোর্টার

(১ মাস আগে) ২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ৭:৪৩ অপরাহ্ন

বিনিয়োগকারীদের জন্য কিছু শর্তসাপেক্ষে সঞ্চয়পত্রে আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এক্ষেত্রে প্রতিবার বিনিয়োগের আগে গ্রাহকের সম্মতি প্রয়োজন হবে, এই সম্মতি সরাসরি হাজির হয়ে যেমন দেয়া যাবে, অনলাইনেও জানানো যাবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এই সার্কুলারে জাতীয় সঞ্চয় স্কিমের নীতিমালা সংশোধন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৩ নভেম্বরের প্রজ্ঞাপনের নির্দেশনা স্পষ্ট করা হলো। এর আগেও বিনিয়োগকারীরা পুনঃবিনিয়োগ করতে পারতেন, তবে কতদিন করতে পারবেন সে বিষয়টি কোথাও স্পষ্ট করে বলা ছিল না। এই সার্কুলারে আমৃত্যু বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করা হলো।

৩রা নভেম্বরের ওই সার্কুলারে ১৮ নভেম্বর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সভার কার্যবিবরণীতে উল্লেখিত নির্দেশনা অনুসরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছিল। সভার কার্যবিবরণীতে বলা হয়, পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রসহ পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবের ক্ষেত্রে বিনিয়োগকারী বিনিয়োগের উর্ধ্বসীমা পর্যন্ত আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা নিতে পারবেন।

যে সব তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র; পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র চলতি বছরের ১ জানুয়ারি বা এর পরবর্তী সময়ে মেয়াদোত্তীর্ণ হবে (ম্যানুয়ালসহ), সেসব সঞ্চয়পত্র পুনঃবিনিয়োগ সুবিধা পাবে। প্রতিবার পুনঃবিনিয়োগের জন্য অনলাইনে অথবা সশরীরে গ্রাহকের সম্মতি গ্রহণ করতে হবে।

সভার কার্যবিবরণীতে আরও বলা হয়, বিনিয়োগের ঊর্ধ্বসীমা অতিক্রম করার ক্ষেত্রে, ঊর্ধ্বসীমা পর্যন্ত পুনঃবিনিয়োগ সুবিধা পাবেন; এবং ঊর্ধ্বসীমার অতিরিক্ত অর্থ স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠানো হবে। বর্তমানে সবগুলো জাতীয় সঞ্চয়পত্রে মোট বিনিয়োগের ঊর্ধ্বসীমা ৫০ লাখ টাকা। এর বেশি বিনিয়োগ থাকলে মুনাফার হার তুলনামূলক কমে আসে। এ প্রেক্ষাপটে, ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ এর আওতায় প্রণীত সেল্ফ সার্ভিস মডিউলের অধীনে একটি নতুন ইন্টারফেইস চালু করবে অভ্যন্তরণী সম্পদ বিভাগ।

ওই ইন্টারফেইসে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিনিয়োগকারী অনলাইনে পুনঃবিনিয়োগ আবেদন করতে পারবেন। একইসঙ্গে যদি বিনিয়োগকারী প্রয়োজন মনে করেন, যেকোনো ইস্যুকারী অফিসে, সশরীরে উপস্থিত হয়েও পুনঃবিনিয়োগের আবেদন দাখিল করতে পারবেন।

ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যুকৃত বন্ডের ক্ষেত্রেও ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ এর আওতায় ইস্যুকৃত ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের মতো একই মেয়াদে পুনঃবিনিয়োগ সুবিধা পাওয়া যাবে বলে উল্লেখ করা হয় ওই কার্যবিবরণীতে। এক্ষেত্রেও পুনঃবিনিয়োগের জন্য প্রতিবার অনলাইনে বা সশরীরে গ্রাহকের সম্মতি নিতে বলা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে বিনিয়োগকারীদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ আবশ্যিকভাবে জমা দিতে হবে। না হলে পুনঃবিনিয়োগের সুবিধা পাওয়া যাবে না। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ জমা দেওয়া যাবে। যেকোনো ইস্যুকারী অফিসে বিনিয়োগকারী সশরীরে উপস্থিত হয়েও আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ জমা দিতে পারবেন। পুনঃবিনিয়োগের সময় পুনঃবিনিয়োগের তারিখের মুনাফা হার ও স্ল্যাব প্রযোজ্য হবে।

যৌথনামে সঞ্চয় স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে যে বিনিয়োগকারীর বিনিয়োগের সীমা সর্বোচ্চ পরিমাণে থাকবে, সে বিনিয়োগকারীর জন্য প্রযোজ্য সীমা বিবেচনা করে যৌথ বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হবে।

‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ এর আওতায় ইস্যু হওয়া সকল পেনশনার সঞ্চয় চলতি বছরের ১ জানুয়ারি বা এর পরবর্তীতে ত্রৈমাসিকের পরিবর্তে মাসিকভিত্তিতে মুনাফা দেবে।

মুনাফাসহ পুনঃবিনিয়োগ করার সময় উৎসে কর কেটে নিয়ে নিট মুনাফা পুনঃবিনিয়োগ সুবিধার আওতায় আসবে।

মৃত ব্যক্তির নমিনী অথবা উত্তরাধিকারী পুনঃবিনিয়োগ সুবিধা পাবেন না। ছুটির দিনেও স্বয়ংক্রিয়ভাবে পুনঃবিনিয়োগ সুবিধা চালু থাকবে।

যেসব সঞ্চয় স্কিম লিয়েন অথবা স্থগিত রয়েছে সেসব স্কিমসমূহ পুনঃবিনিয়োগ সুবিধা পাবে না।

ওই কার্যবিবরণীতে আরও বলা হয়, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ছাড়া নগদায়নকৃত ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডসহ অন্যান্য সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ বছর পর বিনষ্ট করার বিষয়টি সংশ্লিষ্ট বিধিতে উল্লেখ আছে। এ প্রেক্ষাপটে, নগদায়ন করা ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড বিনষ্টকরণ সংক্রান্ত বিধি সংশ্লিষ্ট বিধিমালায় সঞ্চয় অধিদপ্তরের সুপারিশের আলোকে সংযোজন করতে হবে।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status