অর্থ-বাণিজ্য
‘পূর্ব তিমুরে বিনিয়োগ ও উন্নয়নে বাংলাদেশ অংশীদার হবে’
অর্থনৈতিক রিপোর্টার
(১ মাস আগে) ১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫৮ অপরাহ্ন
পূর্ব তিমুরের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ বলেছেন, পূর্ব তিমুরে বিনিয়োগ ও উন্নয়নে বাংলাদেশ অংশীদার হবে। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিমুর-লেস্তের পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী বেনডিটো দস সান্তোস ফ্রেইতাস ও পূর্ব তিমুরের অনারারি কনসাল (সম্মানসূচক বাণিজ্য দূত) কুতুবউদ্দিন আহমেদ-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ আহ্বান জানান কুতুবউদ্দিন আহমেদ।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ সময় তিমুর-লেস্তের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদল পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে কুতুবউদ্দিন আহমেদকে ব্যবসায়িক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
পূর্ব তিমুরের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ বলেন, টেক্সটাইল, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, নির্মাণ শিল্প, সিরামিক, বিমান চলাচল সহ বিভিন্ন শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্টতার সম্ভাবনা রয়েছে দুই দেশের। দ্বিপক্ষীয় বাণিজ্য, উন্নয়নের মাধ্যমে যেমন বাংলাদেশ তিমুরের উন্নয়নে অংশীদার হবে তেমনিভাবে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ খাতে বাংলাদেশও লাভবান হবে।