বিশ্বজমিন
সিরিয়ায় বিদ্রোহীদের সরাসরি ক্ষমতা কুক্ষিগত না করার আহ্বান যুক্তরাষ্ট্রের
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
সিরিয়ায় বিদ্রোহীদের সরাসরি ক্ষমতা কুক্ষিগত না করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাশার আল আসাদের পতনের পর তুরস্কের মধ্যস্থতায় প্রথমবারের মতো বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। আসাদের পতনে নেতৃত্ব দেয়া বিদ্রোহীদের সরাসরি ক্ষমতা কুক্ষিগত না করে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। বিষয়টি জানে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা ও কংগ্রেসের এক সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, আসাদ সরকার পতনের নেপথ্যে ছিল সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার দায়ে এইচটিএস-কে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত রেখেছে যুক্তরাষ্ট্র। তারপরেও উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে তুরস্কের মধ্যস্থতায় বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করেছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের সঙ্গেও সিরিয়া ইস্যুতে যোগাযোগ করেছে বাইডেন প্রশাসন।
গত রোববার আকস্মিকভাবে আসাদের পতনের পর থেকেই সিরিয়ায় আভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগের পথ খুঁজছিল যুক্তরাষ্ট্র। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার জটিল পরিস্থিতি মোকাবিলায় ওয়াশিংটনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে গত কয়েক দিনে এই আলোচনা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সিরিয়াতে আনুষ্ঠানিক শাসন কাঠামো প্রতিষ্ঠায় বিদ্রোহীদের সহায়তার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই বার্তা বিদ্রোহীদের কাছে সরাসরি দেয়া হয়েছে কি না তা উল্লেখ করেননি ওই কর্মকর্তা। তিনি বলেছেন, সিরিয়ার গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাঠামো প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে মনে করে ওয়াশিংটন। অন্য কোনো পদ্ধতিতে ক্ষমতা গ্রহণ করলে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বিদ্রোহীদের সমর্থন করবে না বলেও সতর্ক বার্তা দিয়েছে বাইডেন প্রশাসন।