বিশ্বজমিন
ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
বাংলাদেশ-ভারতের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা এবং ঢাকার বিরুদ্ধে সেখানকার মিডিয়ার অসত্য খবর প্রচার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে বিবাদমান মতপার্থক্য দূর করবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন তিনি। ব্রিফিংয়ে বাংলাদেশের এক সাংবাদিক জানতে চান, ভারতীয় পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। ভারত ও বাংলাদেশ উভয়েই সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনাপ্রবাহ এবং বাংলাদেশকে লক্ষ্য করে ক্রমবর্ধমান বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কি? জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, দেখুন, আমরা চাই উভয় পক্ষ তাদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে মিমাংসা করুক।
সকল মুসলিম দেশের সর্বত্রই শত্রু বিরাজমান ।আবার মুসলিম সংখ্যাগরিষ্টের দেশগুলোও পরষ্পর কেউ কারো প্রকৃত বন্ধু নয়। অথচ কি সূন্দর ভাবে মিলার সাহেবরা একটা CONTINUE অসভ্যতাকে পাশ কাটিয়ে গেলেন ।
আমেরিকার পাপ অনেক বশী হয়ে গেছে,এদের পতন অনিবার্য।
ভারত,আমেরিকা বা ইউরোপ যাই হউক না কেন মুসলীম দেশের বিরুদ্ধে ওদের পলিসি এক, আজ যদি অন্য কোন অমুসলীম দেশের হাইকমিশনে এভাবে ভারত হামলা করত তাহলে আমেরিকা বা অমুসলীম দেশগুলোর ভুমিকা তখন সম্পুর্ন ভিন্নরকম দেখা যতো। অমুসলীম দেশগুলোর চরিত্র বুজতে কি বেশী দূর যাওয়া লাগে, ফিলিস্তিনের অসহায় নারী শিশুগুলোকে যেভাবে ইহুদী ইজরাইল নৃশংসভাবে হত্যা করছে তা দেখেও আমেরিকা কি নির্লজ্জের মতো ইজরাইলে অস্র সরবরাহ সহ সার্বিক সমর্থন দিয়ে যাচ্ছে।
আচ্ছা, পশ্চিমা কোন দেশে এই কাজ হইলে আম্রেরিকা কি করত?? সাংবাদিক গো আরো একটু ইয়ারকি করা শিখতে হইবে